Sunday 17 July 2011

PDF Document & Fedora – ফেডোরা এবং পি ডি এফ


  • ফেডোরার নিজস্ব ডিফল্ট পিডিএফ রিডার ( Document viewer )আছে ,তাই কোন ইন্সটলেশন দরকার হয় না। এটা চালাতে - Activites > Applications > Graphics > Document viewer
    তাস্বত্ত্বেও Adobe Acrobat Reader 9.4.2 ইন্সটল করতে চাইলে

) টার্মিনাল খুলে রুটে আসতে হবে
[kalyan@localhost ~]$ su -
Password:
[root@localhost ~]# cd /
[root@localhost /]#

) এডোব রিপোজিটারির সাথে সংযোগ ঘটাতে হবে।
নেট চালিয়ে নীচের কমান্ডগুলি চালাতে হবে
[root@localhost /]#rpm --import /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-adobe-linux

) এডোব রিডার ইন্সটল করা

[root@localhost /]#yum install nspluginwrapper.i686 AdobeReader_enu

) এডোব রিডার খুলতে হলে
Activites > Applications >Office> Adobe Reader 9

  • ফেডোরার ভিতরেই একটা পি ডি এফ রাইটার আছে। এর ব্যবহার বিধি -
  • ফায়ার ফক্সের জন্য -
    select Print >> Print to File, এখানে document type as PDF, এবং ফাইলের নাম এবং লোকেশন দিতে হবে।
  • লিব্রে অফিসের জন্য ‘Export to PDF’ ফাংশান ব্যবহার করতে হবে।
  • অন্য সমস্ত এপ্লিকেশন যেখানে 'print to PDF' বা 'export to PDF' -র সুযোগ নেই, সেখানে একটা PDF writer ইন্সটল করতে হবে। এক্ষেত্রে cups-pdf ইন্সটল করা হয়।
    নেট কানেক্ট করে, টার্মিনাল থেকে cups-pdf চালাতে হবে।
    [root@localhost /]# yum install -y cups-pdf

    PDF writer প্রিন্ট ফাংশানের মধ্যে থাকে। শুধু প্রিন্ট ফাংশান খুলে প্রিন্টার হিসাবে PDF writer ব্যবহার করতে হবে।

No comments:

Post a Comment