Wednesday 13 July 2011

Creating Shortcut of Applications – ডেস্কটপে এপ্লিকেশনের শর্টকাট তৈরী করা


                  আমি এখন আর উইন্ডোজ ব্যবহার করি না। বলতে গেলে ১০০শতাংশ ফ্রি সফট-ওয়্যার ব্যবহারকারী। এক বছর আগেও আমি উইন্ডোজ ছাড়া অন্য কিছু জানতাম না। আমার দুই কন্যা - বড় জন ইংরেজী সাহিত্যের ছাত্রী, ছোট জন প্রাণী বিদ্যার ছাত্রী। এরাও একবছর আগে উইন্ডোজ ব্যবহারকারীই ছিল। এখন, ফেডোরা -১৫তে তাদের সব কাজ করছে। নেট সার্ফিং, স্যোসাল সাইটে ( ফেসবুক, টুইটার) আনাগোনা, চিঠি পত্র লেখা সবটাই ফ্রি সফট ওয়্যারে করছে। গত এক বছরে আমাদের কম্পিউটারগুলিতে - একটা ডেস্কটাপ ( এইচ পি হোম প্যাভিলিয়ন ), একটা এইচ পি ল্যাপটপ, একটা এইচ পি মিনি ২১০ নেটবুক কোন ভাইরাস ইনফ্যাকশনের ঘটনা ঘটে নি, আমি কোন এন্টিভাইরাসও কিনি নি।
                এখন আমাদের নেট ব্রাউজার মজিলা ফায়ার ফক্স, অফিস কাজের জন্য লিব্রে অফিস । গত কয়েকদিন ধরে, আমার ছোট মেয়ে বলে চলেছে - '"বাবা, যে সাইটগুলিতে আমরা বেশী যাই তার একটা করে ডেস্কটপ শর্টকাট তৈরী করতে পার না।" মোটামুটি আনন্দবাজার, আজকালের মতো সমস্ত বাংলা সংবাদপত্রগুলি আমরা সাইট থেকে পড়ি, তাই এগুলির এড্রেস ব্রাউজারের ফেভারেটস এ সেভ করা থাকে, ছোট কন্যার দাবী - "প্রতিটি নামী সংবাদপত্রের জন্য একটা করে শর্টকাট রাখতে হবে, যাতে এক ক্লিক করে কাগজগুলি পড়া যায়। বড় জনের দাবী -” লিব্রে অফিস, ভি এল সি, মুভি প্লয়ার, কিনো (মুভি এডিটার)-র মতো সফট-ওয়্যারগুলির জন্য ডেস্কটপ শর্টকাট তৈরী করা যায় না।"
                    কেন, করা যাবে না। গত কয়েকদিন ধরে যাদের কম্পিউটারে ফেডোরা ১৫ ইন্সটল করে চলেছি, তারাও এমন দাবী করছে। তাই এই পোষ্টের অবতারণা।
                     ১) বহুল ব্যবহৃত সাইটের শর্টকাট তৈরী করা -
ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক >ক্রিয়েট লঞ্চার >

Type: Applications

Name: আনন্দবাজার

Command: firefox firefox http://www.anandabazar.in/


OK দিলেই পেয়ে যাব আনন্দবাজার পত্রিকার জন্য শর্টকাট, এভাবে তৈরী করলাম আজকাল, বর্তমান, প্রতিদিন, গণশক্তি, my blog, gmail ইত্যাদির ডেস্কটপ শর্টকাট।


) ফেডোরার রিপোজিটারীগুলি থেকে পাওয়া এপ্লিকেশনগুলির জন্য ডেস্কটপ শর্টকাট -

লিব্রে অফিস -

ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক >ক্রিয়েট লঞ্চার >

Name: Libre Office

Command: Browse ক্লিক করলে আসবে Choose an application..


File System>usr>bin>libreoffice>open


এবার OK, ব্যাস তৈরী হয়ে গেল Libre Office-র ডেস্কটপ শর্টকাট।


আমার এই আইকনটি অপছন্দের । আমার পছন্দের আইকন হতে পারে এমন একটি প্রাসঙ্গিক ছবি Libre.png আমার হোম ফোল্ডারে রাখা আছে।

লিব্রে অফিস শর্টকাটের উপরে কারসার রেখে রাইট ক্লিক >প্রোপারটিজ>বেসিক -

আইকনের উপরে ক্লিক করলে সিলেক্ট কাসটম আইকন খুলে যাবে, এখানে home>kalyan>libre.png >Open ক্লিক করলে পছন্দের আইকন হয়ে যাবে।


ক্রিয়েট লঞ্চারে কমান্ডগুলি

/usr/bin/libreoffice

/usr/bin/kino

/usr/bin/vlc
 
) কিছু এপ্লিকেশন প্যাকেজ আছে যেগুলি ম্যানুয়েলি ইন্সটল করতে হয়। এদের মধ্যে কিছু কিছু ফেডোরা রিপোজিটারিতে পাওয়া গেলেও ঐ প্যাকেজগুলির স্বীকৃত সাইট থেকে .tarডাউন লোড নিয়ে ইন্সটল করলে ভাল চলে। গুগুল পরিবারের প্যাকেজগুলি এখানে উল্ল্যেখযোগ্য। এরকমই একটা প্যাকেজ Eclipse এর উদাহরণ নেওয়া যাক।
ইন্সটলেশন -
$ cd ~
$
$ wget http://kan.gd/7jj
$
এরফলে Eclipse Classic 3.6.2 (Helios) ডাউনলোড হবে। এটা /optডাইরেক্টরিতে ইন্সটল করা হবে।

$ su -
$ cd /opt
$ mv /home/user/eclipse-SDK-3.6.2-linux-gtk.tar.gz .
$ tar zxvf eclipse-SDK-3.6.2-linux-gtk.tar.gz
$ rm -f eclipse-SDK-3.6.2-linux-gtk.tar.gz
$ ln -s /opt/eclipse/eclipse /usr/bin/eclipse
$ chown -R user:user eclipse/

এখন Eclipse-কে এপ্লিকেশন মেনুতে পেতে হলে রুট থেকে /usr/share/applications/eclipse.desktop ফাইলটি তৈরী করতে হবে। এই ফাইলের কনটেন্ট হবে-

[Desktop Entry]
Name=Eclipse
GenericName=Eclipse IDE
Exec=eclipse %U
Terminal=false
Type=Application
Icon=eclipse
Categories=GTK;Development;IDE;

 

No comments:

Post a Comment