Monday 4 July 2011

Blue Tooth Activation on Fedora 15 ( in Bengali ) - ফেডোরা ১৫-তে ব্লু টুথ সক্রিয় করা

              গত কাল সন্ধ্যায় স্বাধীনের (স্বাধীন পাল )ডেল ল্যাপ টপে ফেডোরা ১৫ ইন্সটল করলাম। এই নিয়ে গত এক সপ্তাহে যাদের কম্পিউটারে ফেডোরা ১৫ ইন্সটল করলাম -
) পিয়ালী রায় – বি টেক, সি এ আই আই বি, ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজার
) নৌসাদ মোমিন ( আনসারী ) উর্দূ ভাষার বিশিষ্ট কবি, ওনার ডেস্কটপে উর্দূ-ইংরেজী-বাংলা -হিন্দি লেখার জন্য কি-বোর্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
) শৌভিক সিনহা - বি টেক, আই টি সেক্টরে কর্মরত।
) শৌভিক সোম – জয়েন্ট দিয়ে কাউন্সিলিং-র অপেক্ষায় আছে। শীঘ্রই পছন্দমত বিষয় নিয়ে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাবে।
) শানু বাগানী - টেকনো - চূচূড়াতে বি সি এ দ্বিতীয় বর্ষের ছাত্র।
)স্বাধীন পাল – এ আই ট্রি-পল ই ক্লিয়ার করে নাগপুরের একটি কলেজে ইঞ্জিনিয়ারী পড়তে যাবে।
) তারক চন্দ্র ঘোষ – বি এ তৃতীয় বর্ষ, কম্পিউটার এপ্লিকেশনের ডিপ্লমা করেছে , বর্তমানে হার্ডওয়্যার-নেট ওর্য়াকিং এর উপর কোর্স করছে।
এদের মধ্যে দুই জনের ব্রড ব্যান্ড কানেকশন নেই। তাই ইন্সটলেশনের পর ডেস্কটপটা কাজের উপযোগী করার জন্য ইন্টারনেট সুবিধা ছাড়াও ইন্সটলেশন পরবর্তী সেট-আপগুলি করে দেবার ব্যবস্থা আয়ত্ত্ব করতে হয়েছে। একটা কমান্ড থেকে নূন্যতম প্রয়োজনীয় এপ্লিকেশনগুলি ইন্সটল করে ফেলার জন্য একটা ইন্সটলার লিখে নিয়েছি। আমার লোকাল রিপোজিটারীতে ১০০-র বেশী এপ্লিকেশন সংগ্রহ আছে। সমস্ত সিডি- ডিভিডি চালানোর কোডেক আছে।
           যে কোন রকমের সমস্যায় সাপোর্ট দেবার বিষয়ে এদের আমাকে অশ্বস্ত করতে হয়েছে । তাই মাঝে মাঝেই সাপোর্ট চেয়ে ফোন / এস এম এস আসছে। বিষয়টা আমি উপভোগ করছি।
         আজ সকালে স্বাধীনের আর্ত ফোন ব্লু টুথ কাজ করছে না। ওকে কাল সকালে ল্যাপটপ নিয়ে আসতে বলেছি।
          আসলে ফেডোরা ১৫ ইন্সটল করার পরে ব্লু টুথের একটা সমস্যা থেকে যায়। আইকন ট্রে-তে ব্লু টুথ অন দেখায় কিন্তু ভিজিবিলিটি অপশান আবছা থাকে। ব্লু টুথ সেটিং অপশান ক্লিক করলে সমস্ত কিছু আবছাই থাকে। অর্থ্যাৎ ব্লু টুথ কম্পিউটার স্টার্ট হবার সাথে সাথে সক্রিয় হচ্ছে না। systemctl ব্লু টুথ সক্রিয় করার কাজটা করা কথা। রুট থেকে নীচের তিনটি কমান্ড চালিয়ে দিলৈ ব্লু টুথের সমস্যা মিটে যাবে।

[kalyan@localhost ~]$ su -
Password:
[root@localhost ~]# cd /
[root@localhost /]#
অর্থ্যাৎ রুটে এলাম।
এবারে একে একে -
systemctl status bluetooth.service
sudo systemctl enable bluetooth.service
sudo systemctl start bluetooth.service
-
কমান্ডগুলি চালাতে হবে। এগুলি চালালে কি বের হবে তা নীচে দেওয়া হল।
[root@localhost /]# systemctl status bluetooth.service

bluetooth.service - Bluetooth Manager
Loaded: loaded (/lib/systemd/system/bluetooth.service)
Active: inactive (dead)
CGroup: name=systemd:/system/bluetooth.service

[root@localhost /]# systemctl enable bluetooth.service

ln -s '/lib/systemd/system/bluetooth.service' '/etc/systemd/system/dbus-org.bluez.service'
ln -s '/lib/systemd/system/bluetooth.service' '/etc/systemd/system/bluetooth.target.wants/bluetooth.service'

[root@localhost /]# systemctl start bluetooth.service

                এবারে সমস্ত ব্লু-টুথ ডিভাইস গুলি দৃশ্যমান হবে এবং আইকন ট্রে থেকে ব্লু-টুথ চিহ্ন ক্লিক করলে ব্লু-টুথ , ভিজিবিলিট অন দেখাবে, নতুন ডিভাইস সেট-আপ অপশান, ব্লু-টুথ সেটিং দেখাবে। ব্লু-টুথ সেটিং ক্লিক করলে নীচের ছবি পাওয়া যাবে। 

                 আমার এইচ পি মিনি নেটবুকে এই তিনটি কমান্ড দিয়ে ব্লু-টুথ সক্রিয় করে ফেললাম। আমার নোকিয়া ই-৫ এবং নোকিয়া ৩২২০-র সঙ্গে ব্লু-টুথ মাধ্যমে গান-ছবি-ফাইল আদান প্রদান সহজেই হচ্ছে।
                 স্বাধীনকে কমান্ডগুলি এস এম এস করে দিয়েছি, ওর উত্তরের অপেক্ষায় আছি।

No comments:

Post a Comment