Wednesday 6 July 2011

BSNL 2G CDMA DATA CARD - বি এস এন এল ২ জি সি ডি এম এ ডাটা কার্ড


                      শানু বাগানীর ডেস্ক টপে ফেডোরা ১৫ ইন্সটল করে দিয়েছিলাম কয়েক দিন আগে। পরের দিন শানুর আর্তনাদ – বি এস এন এল ২-জি ডাটা কার্ড সেট করা যাচ্ছে না, চলছে না। কিভাবে চলবে ?
                   আমার বি এস এন এল 3G ডাটা কার্ড সেট করতে আমার কোন অসুবিধাই হয় নি। আমি সেই ভাবেই ওকে মোবাইলে নির্দেশ দিতে থাকি। কিন্তু শানুর ডাটা কার্ডটা ZTE CDMA Tec, তাই প্রোভাইডারের তালিকায় BSNL-র নাম খুঁজেই পাওয়া যাচ্ছে না।এম টি এস, এয়ারসেল .. - এরকম চারটা নাম পাওয়া যাচ্ছে মাত্র।  তাহলে কি হবে ? শানু কেবল বলে যাচ্ছে -   খুঁজেই পাওয়া যাচ্ছে না।
                   শেষ পর্যন্ত শানুকে বললাম, ডাটা কার্ডটা নিয়ে এসো, দেখতে হবে, প্রয়োজনে BSNL -এর কাস্টমার কেয়ারে কথা বলতে হবে।
আজ সন্ধ্যায় শানুর বন্ধু মারফত ডাটা কার্ডটা পেলাম। দেখি চেষ্টা করে -

Activities> Applications>Network Connections>Mobile Broadband>Add> 


Setup a Mobile Broad Band Connection > Forward > Choose your provider's country> India> Forward>

choose your Provider > I Can't find my provider and I want to enter it manually> Provider: bsnlnet> Forward

Confirm Mobile Broadband Settings> apply
 

Editing bsnlnet connection 1

user name, password দিয়ে বন্ধ করে দিলাম।
                  নেট ওয়ার্ক আইকনে ক্লিক করে , bsnlnet connection ক্লিক করে কয়েক মুহূর্ত অপেক্ষা করে কানেকশন পেয়ে গেলাম। প্রবলেম সলভড।        
                  শানু কাল সকালে কলেজে যাওয়ার আগে কার্ডটা নিতে ও বিষয়টা বুঝে নিতে আসবে।

No comments:

Post a Comment