Monday 15 August 2011

ফেডোরা ১৫-তে বাংলায় লিখন পদ্ধতি - Bengali Writing in Fedora 15


ফেডোরায় বাংলা কি বোর্ড এক্টিভেট



নতুন কি-বোর্ড সেট করা


()



) ফেডোরা ১৫-তে বাই ডিফল্ট ৫টা কি-বোর্ড IBus - দেওয়া থাকে (i) Inscript (ii) itrans(iii) Probhat (iv)Bengali (v)Bengali

Activities> Applications> other> Input Method Selector>Use Ibus (recomended) >Input Method Preference> Input Method > Select an input method> Show all input methods > Select an input method > Bengali

এখানে পরপর পাঁচটা কি-বোর্ড [Bengali- inscript (m17n), Bengali-itrans (m17n), Bengali-Probhat (m17n), Bengali-Bengali, Bengali-Bengali)] পাওয়া যাবে, পছন্দতে ক্লিক করতে হবে। এরপর Add>close>close

কার্যকর করার জন্য কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে।



)অভ্র ফোনেটিক এবং ইউনিজয় কি বোর্ড



অভ্র এবং ইউনিজয়ের জন্য কোন rpm ফাইল নেই, তাই ফেডোরায় SCIM ইনপুট মেথড ব্যবহার করা হয়। এর জন্য নীচের কমান্ডগুলি চালাতে হবে -

[root@localhost /]#yum install -y scim scim-bridge scim-m17n scim-tables scim-tables-additional scim-devel gcc gcc-c++ make 
[root@localhost /]#wget ftp://ftp.pbone.net/mirror/ftp.sourceforge.net/pub/sourceforge/t/project/to/toysbox/xvnkbScimUnikey/xvnkb-scim-unikey-0-2.i386.rpm
[root@localhost /]#rpm -ivh xvnkb-scim-unikey-0-2.i386.rpm 
[root@localhost /]#wget http://scim-avro.googlecode.com/files/scim-avro-0.0.2.tar.gz
[root@localhost /]#tar -xvf scim-avro-0.0.2.tar.gz

[root@localhost /]# cd scim-avro-0.0.2

[root@localhost /]# ./configure

[root@localhost /]# make

[root@localhost /]# make install



কি-বোর্ডগুলি ইন্সটল হলো, এবার এক্টিভেট করতে হবে।

ইউনিজয় কি-বোর্ডটি [ Bengali-unijoy(m17n) ] IBus এবং SCIM দুই জায়গাতেই পাওয়া যাবে। অভ্র কি-বোর্ডটি কেবল মাত্র SCIM- পাওয়া যাবে।

IBus থেকে কি-বোর্ড এক্টিভেট করার বিষয়টা আগেই আলোচনা করা হয়েছে, এখানে SCIM থেকে এক্টিভেশন পদ্ধতি বলা হচ্ছে



Activities> Applications>Other>Input Method Selector

select Use SCIM

click on Input Method Preference

Im Engine > Global Setup >Disable all >

Select Bengali
Select on Expand –
এখানে Bengali – bn-inscript , Bengali – bn-itrans , Bengali – bn-probhat , Bengali-bn-unijoy,Bengali-Avro Phonetic কি-বোর্ডগুলি পাওয়া যাবে।
Select on Avro Phonetic, bn-Unijoy, bn-Probhat in Bengali



Scim কার্যকর করার জন্য কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে।



IBus ব্যবহারকারীদের ক্ষেত্রে লিব্রে অফিস বা ফায়ার ফক্স ব্রাউজার খুলে Ctrl+Space টিপলে টপ প্যানেলে ডান দিকে ইউনিজয়, প্রভাত, অভ্র, ইন্সক্রিপ্ট, ইট্রান্স, বেঙ্গলী, বেঙ্গলী কি-বোর্ডগুলির যেটি ব্যবহার করা হচ্ছে তার আইকন পাওয়া যাবে। এখন ফন্ট বেছে নিয়ে বাংলায় টাইপ করা যাবে। ইংরেজিতে ফিরতে হলে Ctrl+Space টিপতে হবে, তখন আর কোন আইকন পাওয়া যাবে না।
এখানে Ibus এর আইকনগুলির একটা তালিকা দেওয়া হল
 

SCIM ব্যবহারকারীদের ক্ষেত্রে লিব্রে অফিস বা ফায়ার ফক্স ব্রাউজার খুলে Ctrl+Space টিপলে ডেস্কটপের নীচের দিকে ইউনিজয়, প্রভাত, অভ্র, ইন্সক্রিপ্ট, ইট্রান্স কি-বোর্ডগুলির যেটি ব্যবহার করা হচ্ছে তার আইকন পাওয়া যাবে। এখন ফন্ট বেছে নিয়ে বাংলায় টাইপ করা যাবে। ইংরেজিতে ফিরতে হলে Ctrl+Space টিপতে হবে, তখন আর কোন আইকন পাওয়া যাবে না।
এখানে SCIM এর আইকনগুলির একটা তালিকা দেওয়া হল -

SCIM ব্যবস্থায় Terminal কাজ করে না। তাই IBus - কাজ করা সুবিধাজনক।
()

ফন্ট ইন্সটল করা

ফেডোরা ১৫-তে বাই ডিফল্ট লোহতি বাংলা ফন্টটি ইন্সটল করা আছে। আমরা আরো কিছু ফন্ট ইন্সটল করে নেবো। কয়েকটি ফন্টের নমূনা এখানে দেওয়া হলো।



নেট কানেকটেড হয়ে টার্মিন্যাল খুলে নীচের কমান্ডগুলি একে একে চালালে ফন্টগুলি রুটে ডাউনলোড হয়ে যাবে।



[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/SolaimanLipi_20-04-07.ttf 
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Rupali_01-02-2007.ttf

[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Lohit_14-04-2007.ttf

wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Sharifa_03-09-2005.ttf

[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Punarbhaba_27-02-2006.ttf

[root@localhost /]#wget [root@localhost /]#http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Sumit_03-09-2005.ttf

[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Durga_03-09-2005.ttf

wget [root@localhost /]#http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Saraswatii_03-09-2005.ttf

[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Puja-17-06-2006.ttf

[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Azad_27-02-2006.ttf

[root@localhost /]#wget [root@localhost /]#http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Godhuli_03-09-2005.ttf

[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Mohua_07-09-05.ttf

[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/akaashnormal.ttf

[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/AponaLohit.ttf

[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/Bangla.ttf

[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/LikhanNormal.ttf

[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/Mukti_1.99_PR.ttf

[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/sagarnormal.ttf

[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/Siyamrupali_1_01.ttf





http://www.mediafire.com/?znjgmjkxfey থেকে ২০০-র মত বাংলা ইউনিকোড ফন্ট পাওয়া যাবে।



http://banglafont.com/ সাইট থেকে অনেকগুলি ফন্ট ডাউনলোড নেওয়া যাবে, তবে এগুলি ZIP ফাইল, এখান থেকে এক্সট্রাক্ট করে নেওয়া যেতে পারে। -



Bangla Newspaper Fonts, Adarshalipi Bangla Font, Akaash Bangla Font, Akaash Normal Bangla Font, Ani Bangla Font, Aparajita Font, Apona Lohit Bangla Font, Azad Bangla Font, Bangla Font, Bensen Bangla Font, Bangla Font, Bensen Bangla Font, Bensen Handwriting Bangla Font, Durga Bangla Font, Godhuli Bangla Font, Hortuki Normal Bangla Font, Likhan Bangla Font, Likhan Normal Bangla Font, Lohit Bangla Font, Mitra Bangla Font, Mohua Bangla Font, Mukti Narrow Bangla Font, Nikosh Bangla Font,NikoshBAN Bangla Font, Nikosh Grameen Bangla Font, NikoshGrameen, NikoshLightBan Bangla Font, Puja Bangla Font, Punarbhaba Bangla Faont, Rupali Bangla Font, Sagar Normal Bangla Font,

Saraswati Bangla Font, Sharifa Bangla Font, Siyamrupali Bangla Font, SolaimanLipi Bangla Font, Sulekha Bangla Font, Saumit Bangla Font, Sumit Bangla Font, Sumon Unicode-Madhob Bangla Font, Sumon Unicode-Ranjan Bangla Font, Sumon Unicode-Silpi Bangla Font, Sutom Bangla Font, SuttonNy Bangla Font





এবারে

[root@localhost /]# mkdir /home/.fonts

[root@localhost /]# mv *.ttf /home/.fonts

এবারে রিবুট করে নিলে সমস্ত ফন্টগুলি কার্যকর হবে।



()



কি-বোর্ডগুলির সংক্ষিপ্তপরিচয়


ইন্সক্রিপ্ট(ইন্ডিয়ান স্ক্রিপ্ট )

এই কি-বোর্ডের ম্যাপিং সরকার নির্ধারিত মান অনুযায়ী নির্ধারিত হয়েছে। এটা ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয় লে-আউট। এটা আদি ইন্সক্রিপ্ট লে-আউট এর একটি পরিবর্ত্তিত সংস্করণ এবং টাইপিং নমনীয়তার জন্য এটা জনপ্রিয়। এই লে-আউটে যুক্তাক্ষরেরর জন্য কিছু শর্টকাট আছে।

অধিকাংশ বাংলা অক্ষরে স্বর ( vowel ) এবং ব্যঞ্জন(consonant) অংশ থাকে, এবং প্রত্যেক অংশ পৃথকভাবে টাইপ করতে হয়। স্বর অংশ যেখানেই টাইপ হোক না কেন, ব্যঞ্জন অংশ সর্বদা স্বর অংশের আগে টাইপ হয়। উদাহরণ , F টাইপ করলে স্বরবর্ণ '' লেখা হয়। যদি এই স্বরবর্ণ কোন ব্যঞ্জনবর্ণের সাথে মেলানো হয়, যেমন, 'কি'-, স্বর অংশ ি f টিপে টাইপ করা হয়, ব্যঞ্জনবর্ণটি টাইপ করার পর যদি ব্যাকস্পেস একবার টেপা হয়, স্বর অংশটি মুছে যাবে, এবং একটি পৃথক স্বর বর্ণ টাইপ করা যাবে।

বাংলায় স্বর এবং ব্যঞ্জনবর্ণগুলি সাধারণত: একত্রিত থাকে, তাই যখনই একটি ব্যঞ্জন এবং একটি স্বরবর্ণ টাইপ করা হয়, তারা একটি অক্ষরে একত্রিত হয়ে যাবে। যদি লিখিত টেক্সটের মধ্যে দিয়ে আগে পিছে যেতে তির চিহ্ন ব্যবহার করা হয়, এক একটি বর্ণ অতিক্রম করতে এই তির চিহ্ন একবার টিপতে হবে। যদি একটি সংযুক্ত ব্যঞ্জন এবং স্বর বর্ণের আগে (বাম দিকে) Delete টেপা হয়, সংযুক্ত অক্ষরটি পুরোপুরি মুছে যাবে, যদি কোন অক্ষরের পিছন থেকে Backspaceটেপা হয় কেবলমাত্র স্বর অংশটিই মুছে যাবে ( এমনকি স্বর আংশটি ব্যঞ্জন অংশের আগে থাকলেও)

যখন ব্যঞ্জন এবং স্বর অংশ টাইপ করা হয়, সর্বদা ব্যঞ্জন অংশ স্বর অংশের আগে টাইপ হবে, এমনকি যখন স্বর অংশ ব্যঞ্জন অংশের বাম দিকে বসে। যদি কোন স্বাধীন স্বরবর্ণ টাইপ করা হয়, এগুলি ব্যঞ্জনের সাথে যুক্ত হবে না।

সমস্ত ব্যঞ্জন বর্ণে স্বাভাবিকভাবে স্বর শব্দ থাকে, কোন স্বরবর্ন ছাড়া ব্যঞ্জনবর্ণ লিখতে হলে চিহ্ন যুক্ত করতো হবো। এটা করতে হলে কোন ব্যঞ্জন বর্ণের বামধারে d টাইপ করতে হবে।d এখানে কানক্টার। চিহ্ন টাইপ করার পরে, ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত করার জন্য কোন স্বরবর্ণ টাইপ করা যাবে না।

বাংলায় অনেক যুক্তাক্ষর আছে এবং এগুলি কি-বোর্ডে নেই, একটা যুক্ত ব্যঞ্জন সমষ্টি লিখতে , প্রথমে ব্যঞ্জন বর্ণটি টাইপ করতে হবে, তার পরে চিহ্ন, তার পরে দ্বিতীয় ব্যঞ্জনবর্ণটি। কম্পিউটার এই দুটি ব্যঞ্জনবর্ণকে যুক্ত করবে, উদাহরণ হিসাবে. kdk টাইপ করলে ক্ক লেখা হবে।

যদি কোন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত না হয়, তা হলে নিশ্চিত যে ব্যঞ্জনবর্ণটি আগে টাইপ হয়েছে। দেখা দরকার , যে ইতিমধ্যে অন্য একটি স্বর বর্ণ বা একক স্বরবর্ণ বা চিহ্ন টাইপ হয়ে গিয়েছে কিনা।

ZWJ – (Zero-Width-Joiner ) এবং ZWNJ – (Zero-Width-Non-Joiner) -না থাকায় 'র‍্যাপার' 'উ‌দ‌্গার' এই ধরণের শব্দগুলি টাইপ করা যায় না। -ফলা দেওয়ার জন্য <code for halant> দিয়ে <code for 'ra' ()> দিতে হয়। রেফ নেই। একই ভাবে য্-ফলার সমস্যা, কোনে আলাদা কি দেওয়া হয়নি। তাই ব্য লিখতে <code for ><code for halant><code for > অর্থ্যাৎ bd?



ইট্রান্স - ( ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রান্সলিটেরেশান প্যাকেজ )



ইট্রান্স- কিম্যাপ প্রায় ফোনেটিক - কিন্তু সমস্ত অর্দ্ধেক অক্ষর গুলি ((halants) পৃথকভাবে নির্ধারিত। ইট্রান্সে কোন হ্যালেন্টস নেই। ফোনেটিক ব্যবহারকারীদের জন্য ইট্রান্স কোনো ভাল পদ্ধতি নয়। এই প্যাকেজে প্রত্যেকটি অক্ষরের ইংরাজী সমানুপাতিক প্রতি অক্ষর সমষ্টি নির্ধারিত আছে যার থেকে বাংলা অক্ষর পাওয়া যায়। এটা এখন প্রাগ-ঐতিহাসিক ব্যাপার হয়ে গেছে , এর আর কোন অগ্রগতি হচ্ছে না, কেউ আর ব্যবহার করে বলে দেখা যায় না।



অভ্র ফোনেটিক -



একটি জনপ্রিয় লে-আউট অভ্রইংরেজী থেকে বাংলা ফোনেটিক টাইপিং পদ্ধতির সবচেয়ে আধুনিক , যেমন ‌‌ 'আমি বাংলায় গান গাই' লিখতে "ami banglay gan gai টাইপ করলে নিজে নিজেই হয়ে যাবে। এখানে কিছু শব্দ লেখা যায় না।

যুক্তাক্ষর লিখতেব্যাঞ্জনবর্ণ + ব্যাঞ্জনবর্ণচাপুন। যেমন: ক্ষ লিখতে চাপুনk+Sর‌্‍্য (--ফলা) লিখতে +`+-ফলা চাপুন। যেমন: র‍্যাব (RAB) লিখতে চাপুন r`Yab



প্রভাত কি-বোর্ড লে আউট

এটা ফোনেটিক নয়, তবে কাছাকাছি, চার-পাঁচটা বাদ দিলে অধিকাংশ বাংলা অক্ষরের সমউচ্চারণের ইংরাজী অক্ষর আছে। এখানে / কানেক্টর। যুক্তাক্ষর লিখতেব্যাঞ্জনবর্ণ / ব্যাঞ্জনবর্ণচাপুন। যেমন: ক্ষ লিখতে চাপুনk/S’ র‍্য (--ফলা) লিখতে-যফলাচাপুন। যেমন: র‍্যাব (RAB) লিখতে চাপুনr~/Zab’ / এখানে কানেকটার। backspace কি বোর্ডের নীচে রয়েছে ZWNj এবং ESC কি বোর্ডের নীচে রয়েছে ZWJ দুটি বিশেষ কি। ZWJ – (Zero-Width-Joiner ) ব্যবহৃত হয় -ফলায় র‍্যাপার ইত্যাদির মতো শব্দের ক্ষেত্রে -ফলা দিতে।ZWNJ – (Zero-Width-Non-Joiner) - হসন্ত দিতে ব্যবহৃত হয় যেমন - প্রাক‌্কথন

bn-bengali

এখানে কানেক্টর d



Indic-bengali



~ ~
` `
! !
1
@
2
##
3
$ $
4
%%
5
^^
6
&&
7
* *
8
( (
9
) )
0
_ _ - -
++
==
back
tab
Q
W
E
R
T
Y
U
I
O
P
{ {
[ [
} }
] ]
| \
\ \
Caps
A
S
D
ি
F
G
H
J
K
L
: :
; ;
“ “
' '
enter
Shift
Z
X
C
V
B
N
M
<<
, ,
>>
. .
? ?
/ /
Shift

Ctrl

fn

win

alt


alt


Ctrl


 
ইন্ডিক -বেঙ্গলী কি-বোর্ড এবং ইউনিজয় কি-বোর্ড দুটির মধ্যে প্রচন্ড মিল এখানে কানেক্টর G এখানে H, F ,Z, 7 কি-গুলিতে ইউনিজয়ের সাথে পার্থক্য আছে, বাকী সমস্তটাই এক রকম।
ইউনিজয় (ইউনিকোড জয়)-


এর অক্ষর বিন্যাস বিজয় (উইন্ডোজে ব্যবহৃত একটি প্রোপ্রাইটারি সফটওয়্যার) অক্ষর বিন্যাসের কাছাকাছি। তবে স্বর এবং ব্যঞ্জনবর্ণের টাইপিং নিয়মাবলী ইউনিকোড অনুযায়ী হয়। যারা উইন্ডোজে বাংলায় টাইপ করার জন্য বিজয় ব্যবহার করতেন তারা ইউনিজয় ফ্রি সফটওয়্যারে ফিংঙ্গারিং অতি সামান্য পরিবতর্ন করে এই কাজ করতে পারবেন। এটা অভ্যাস করতে খুব বেশী হলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে।
এখানে QWERTY কি-বোর্ডে প্রতিটি কি- জন্য দুটি করে বাংলা অক্ষর আছে। Lower Case ( অর্থ্যাৎ Caps lock অফ রেখে ) টাইপ করলে নীচের বাংলা অক্ষর এবং Upper Case type করলে উপরের বাংলা অক্ষর পাওয়া যাবে, যেমনj টাইপ করলে এবং J টাইপ করলে খ। লক্ষ্য করলে দেখা যাবে অল্প প্রাণ অক্ষরগুলি Lower Case- এবং মহাপ্রাণ অক্ষরগুলি Upper Case- আছে। g বোতামটি এই লে আউটে কানেকটার এর সাহায্যে স্বরচিহ্নকে স্বরবর্ণে এবং ব্যঞ্জনবর্ণকে যুক্তাক্ষরে রূপান্তরিত করা হয় ছাড়া কোন স্বরবর্ণ নেই , কোন স্বরবর্ণ ব্যবহার করতে হলে প্রথমে g টাইপ করতে হবে, তার পরে সংশ্লিষ্ট স্বর চিহ্ন টাইপ করতে হবে, যেমন - টাইপ করতে হলে gd , টাইপ করতে হলে gD যুক্তাক্ষর তৈরী করতে - যেমন ক্ক লিখতে jgj, রক্ত লিখতে vjgk ফলা যুক্ত করতে হলে g টাইপ করতে হবে, ফলা এবং ফলা যেহেতু কি-বোর্ড আছে সেহেতু সরাসরি টাইপ করতে হবে, যেমনক্র jz , য্যwZ রেফ চিহ্ন অনতে - যেমন বর্ণhvgB
যখন ব্যঞ্জন এবং স্বর অংশ টাইপ করা হয়, সর্বদা ব্যঞ্জন অংশ স্বর অংশের আগে টাইপ হবে, এমনকি যখন স্বর অংশ ব্যঞ্জন অংশের বাম দিকে বসে। যদি কোন স্বাধীন স্বরবর্ণ টাইপ করা হয় যেমন- gd, gD, gc, gCgx gX, এগুলি ব্যঞ্জনের সাথে যুক্ত হবে না। যদি কোন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত না হয়, তা হলে নিশ্চিত যে ব্যঞ্জনবর্ণটি আগে টাইপ হয়েছে। দেখা দরকার , যে ইতিমধ্যে অন্য একটি স্বর বর্ণ বা চিহ্ন টাইপ হয়ে গিয়েছে কিনা।
এরকমই কয়েকটা উদাহরণ - =g+d, ক্ষ- jgN, - gs, জ্ঞ -ugI, -ga, -gD, -gc, ঞ্জ-Igu, - gX,ষ্ঞ- NgI,-ga, -gS, -gC
এখানেও ZWJ – (Zero-Width-Joiner ) ব্যবহৃত হয় -ফলায়র‍্যাপার ইত্যাদির মতো শব্দের ক্ষেত্রে -ফলা দিতে , র‍্যাপার v~Zfrfv ZWNJ – (Zero-Width-Non-Joiner) - হসন্ত দিতে ব্যবহৃত হয় যেমন - প্রাক‌্কথ rzfj`gjKb
এই কি-গুলি কি-বোর্ডের esc কি- নীচের কি।

()
টাইপিং অনুশীলন
যে কি-বোর্ডই ব্যবহার করা হোক না কেন দ্রুত টাইপ করতে হলে দু-হাতের দশটি আঙ্গুলই ব্যবহার করতে হবে। এই আঙ্গুলের ব্যবহার ইংরেজী টাইপ রাইটারে টাইপ করার মত।
ASDFG ;LKJHG লাইনটিকে হোম-রো বলা হয়ে থাকে। অর্থাৎ যা কিছু টাইপ হোক না কেন হাত দুটি সবসময় এই অবস্থানে থাকবে। দুই তর্জনী যে অবস্থানে থাকে অর্থাৎ F (বাম হাতের তর্জনী) এবং J (ডান হাতের তর্জনী)- উপর সেখানে প্রত্যেকটি কি-বোর্ডে একটি চিহ্ন (সামান্য একটু উঁচু ) দেওয়া থাকে যেটা একটু স্পর্শ করলেই বোঝা যায়। ফলে না দেখেই আঙ্গুল সেট করা যায়। স্পেসবার চাপার জন্য দুই বৃদ্ধাঙ্গুল ব্যবহার করা হয়
ইংরেজীতে আমরা টাইপ শিখি যে সাধারণ পদ্ধতিতে -
() প্রথমে হোম রো-তে আঙ্গুল স্থাপন করে লাইনের অক্ষরগুলি চাপা হয় আর মনে মনে আওড়াতে হয় যাতে মুখস্ত হয়ে যায়। উদাহরনঃ বাম হাতে asdfg – তারপর ডান হাতে ;lkjh এভাবে বারবার চাপে অভ্যস্ত হতে হয়।
মোটামুটি মুখস্ত হয়ে গেলে এই লাইনের (Home Row) অক্ষরগুলি দিয়ে তৈরী করা যায় এমন কিছু শব্দ টাইপ করা অভ্যাস করতে হয়, যেমনঃ
as, ass, salad, dhaka, kajal, jalala, halal, lad, lass, hall, dalal, asad, dad, fall

() মাঝের লাইন মুখস্ত হয়ে গেলে এবার যথারীতি আগের মত অবস্থান অর্থাৎ Home Row তে হাত রেখে উপরের সারিতে একটি একটি করে অক্ষর চাপতে হবে এবং আবার হাত Home Row তে নিয়ে আসতে হবে। চাপতে হবে qwerty(বাম হাত) poiuy(ডান হাত) চাপার পর হাত আবার হোম-রো তে নিয়ে আসতে হবে এভাবে মুখস্ত করতে হবে।
এবার হোম রো এবং উপরের লাইনের অক্ষর দিয়ে তৈরী করা যায় এমন শব্দ সমূহ অনুশীলন করতে হবে।
উদাহরনঃ raw, you, tour, power, turag, reward, query, pot, post, toast, we, weak, week
() একইভাবে নিচের লাইন প্র্যাকটিস করতে হবে চাপতে হবে zxcvb (বাম হাতে ) এবং /.,mn (ডান হাতে) মুখস্ত হলে বিভিন্ন শব্দ অনুশীলন করতে হবে। যেমনঃ cow, horse, zoo, ball, nurse, lamp, qatar, umbrella, hot, summer, green, white, blue, red, navy, bounce, connection, remote
সবার শেষে ২৬ টি ইংরেজী অক্ষর দিয়ে তৈরী একটি বাক্য টাইপ হবে - a quick brown fox jumps over the lazy dog.
এই সমস্ত অনুশীলনটা কি-বোর্ডের দিকে না তাকিয়ে সব সময় মনিটর বা স্ক্রিনের দিকে তাকিয়ে করা হয়
বাংলায় টাইপ করার জন্য একইভাবে ফিঙ্গারিং অনুশীলন করতে হবে কি-বোর্ডের লে-আউট ধরে।

()

পছন্দের লে-আউট - ইউনিজয়

কে কোন লে-আউট ব্যবহার করবে তা তার ব্যক্তিগত পছন্দ, আমি ইউনিজয় লে-আউটে সবচেয়ে বেশী সুবিধি পাই, কারণ -
() কানেক্টর( g ) টা হোম রো- একেবারে কেন্দ্র আছে। এটা ব্যবহার করে স্বরচিহ্নকে স্বরবর্ণে এবং ব্যঞ্জনবর্ণকে যুক্তাক্ষরে রূপান্তরিত করা যায়। -ফলা (gv বা z ), -ফলা (Z, gw ) এবং রেফ (cg বা A ) দুরকমেই পাওয়া যায়। অন্যথা ফলা যুক্ত করতে হলে g-কি ব্যবহার করতে হবে।
() অধিকাংশ কি- ক্ষেত্রে হ্রসস্বর-দীর্ঘস্বর বা অল্পপ্রাণ-মহাপ্রাণ জোড় হিসাবে আছে। যেমন -, ি-,-,-,-,-,-,-,-,-,-,-,-,-,-,-ঢ়। এখানে অল্পপ্রাণ অক্ষরগুলি স্বাভাবিক অবস্থায় (Lower case) এবং মহাপ্রাণগুলি শিফট অবস্থায় (Upper Case) আছে। এছাড়া ৃর্, -, - ইত্যাদি জোড়াগুলি একই কি-তে স্বাভাবিক এবং শিফট অবস্থায় আছে।


পরবর্ত্তী ছবিতে ইউনিজয় কি-বোর্ডে টাইপ করাকালীন দুই হাতের অবস্থান এবং কোন আঙ্গুলে কোন কোন কি টাইপ হবে তার একটি ছবি দেওয়া হলো -

ইউনিজয় ব্যবহারকারীদের সুবিধার্থে যুক্তাক্ষর লেখার একটি বিশদ তালিকা আগামী পোস্টে দেওয়া হবে।

No comments:

Post a Comment