Monday 13 February 2012

Mastering Ubuntu 11.10 in a day (in Bengali) Part-1 - উবুন্তু ১১.১০ পরিচয় ও প্রয়োগ - পার্ট -১

  









মুখবন্ধ





ইন্টারনেট থেকে উবুন্তু ১১.১০ ফ্রি ডাউনলোড পাওয়া যায়, এর সাইজ 695 mb, ইন্সটল করার পর এর ব্যবহার করতে গিয়ে অনেকই হতাশ হয়েছেন। খুবই সীমিত এর ক্ষমতা। নতুন ব্যবহারকারীদের বিব্রত হতে হয়েছে - সাপোর্ট দেবার মতো কে আছে। আর কি কি ইন্সটল করলে কম্পিউটারে করা যায় এমন কাজগুলি সহজে দক্ষতার সাথে করা যাবে ?
যাদের ইন্টারনেট কানেকশন নেই তারা কি করবে? কোন কাজে কোন এপ্লিকেশন ব্যবহার হয় তার পরিচয় কোথায় পাওয়া যাবে?
এমন অনেকে আছেন, যারা লিনাক্স ব্যবহার করতে গিয়ে হোঁচট খেয়ে আবার উইন্ডোজ-তে ফিরে গেছেন। ফ্রি সফট-অয়্যারের বিষয়ে এরা অনেকেই নেগেটিভ মানসিকতা পোষণ করেন। আবার এই অপপ্রচারও আছে যে লিনাক্স ইন্সটল করা ভীষণ কঠিন, ইন্টারনেট ছাড়া এক পা চলা অসম্ভব, হাজার হাজার কমান্ড মনে রাখতে হয় ইত্যাদি ইত্যাদি।

এই সমস্ত কিছুর সমাধানে উবুন্তু ১১.১০ কে ভিত্তি করে ফ্রি সফট-অয়্যার মঞ্চ, হাওড়া Ubuntu 11.10 ( Customised ) তৈরী করেছে। এই ডিভিডি প্রায় জিবি আয়তন বিশিষ্ট , এখানে সমস্ত ধরণের মিডিয়া চালাতে সক্ষম কোডেকস, ১৫০-টির বেশী বিভিন্ন ধরনের এপ্লিকেশন ( সাউন্ড ভিডিও, গ্রাফিক্স, অফিস এপ্লিকেশন, বাউজার, প্রোগ্রমিং টুলস .... ইত্যাদি ) অন্তর্ভূক্ত করা হয়েছে। এই ডিভিডি-টি ইন্সটল করার পর আর কোন কিছু ইন্সটল করা প্রায় দরকারই হবে না। সাধারণ ব্যবহারকারীদের কোন কমান্ড জানার প্রয়োজন নেই, সমস্ত কাজটাই গ্রাফিক্যালি করা যাবে। যাদের নেট-ব্যবস্থা নেই তারও এই ডিভিডি-টি ইন্সটল করে একটা সম্পূর্ণ ডেস্কটপ পাবে।
এই পুস্তিকাটি Ubuntu 11.10 ( Customised ) ডিভিডির গাইড বুক বলা যেতে পারে। এর তিনটি অংশ -
) ইন্সটলেশন - এই অংশে সমস্ত ইন্সটলেশনটি স্ক্রিনশটে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। সমগ্র ইন্সটলেশন ৩০-৫০ মিনিটের মতো সময় নেবে। উইন্ডোজ এর সাথে ডুয়েল-বুটিং - বিষয়টি আলোচনা করা হয়েছে।
) ইউনিটি ডেস্কটপ পরিচয় - এই অংশে ইন্সটলেশনের পর যে ডেস্কটপটি আসবে তার পরিচয় এবং ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়েছে।
) সাধারণ ব্যবহার - এই অংশে বিভিন্ন বিষয়ের প্রয়োগ-ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে যেমন - () পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ () মিউজিক সিডি চালানো () সিনেমার সিডি বা ডিভিডি চালানো () ডিজিটাল ক্যামেরা থেকে ফোটো ডাউনলোড করা () সাধারণ ফোটো এডিটিং () ভিডিও এডিটিং () ওয়েবক্যাম () মোবাইল ফোনে ফোটো-গান-ক্লিপস আপলোড-ডাউন লোড ভায়া - ব্লুটুথ , ডাটা কেবল () স্ক্রিনশট (১০) ডেস্কটপ রেকর্ডার (১১)সাউন্ড রেকর্ডার (১২) ইন্টারনেট কানেকশন ভায়া - ল্যান্ডলাইন , ডাটাকার্ড , মোবাইল-ব্লুটুথ , ওয়াইফাই (১৩) ইউটিউব (১৪ )টোরেন্ট ডাউনলোড (১৫)সিডি-ডিভিডি ম্যানেজম্যান্ট (১৬) বাংলা ভাষায় টাইপ করা

এই পুস্তিকাটি দ্রুত লেখা হয়েছে, এটা আরো ভাল করার অনেক অবকাশ আছে।

এ বিষয়ে সমালেচনা, পরামর্শ সবটাই গ্রহণ করা খোলা মানসিকতা নিয়ে অপেক্ষায় রইলাম।





১০-ই ফেব্রুয়ারী ২০১২                                                
ভট্টনগর, হাওড়া - ৭১১২০৩               কল্যাণ কুমার দাস



 
কাস্টমাইজড উবুন্তু ১১.১০ ইন্সটলেশন
( উইন্ডোজ - সাথে ডুয়েল-বুট )
 
ইতিমধ্যে কম্পিউটারে উইন্ডোজ ইন্সটল করা আছে।

) প্রথমতঃ BIOS পরিবর্তন করে boot from CD করতে হবে এটা করার জন্য কম্পিউটারটি বুটিং- সময় নির্দিষ্ট কি-টি ক্রমাগত টিপে যেতে হবে ( সাধারণতঃ এটা F2, F10 বা Delete কি তে হয় ) BIOS - বুটিং অর্ডার পরিবর্তন করে CD/DVD Drive করে দিতে হবে।
  ২) ডিভিডি রোমে হাওড়া জেলায় কাস্টমাইজড উবুন্তু ১১.১০ ডিভিডিটি দিয়ে রিস্টার্ট করলে পরপর  নীচের স্ক্রিনগুলি আসবে, যেহেতু ডিভিডি-টির সাইজ প্রায় ৩ জিবি তাই প্রায় ৫ মিনিট লাগবে তৃতীয় স্ক্রিনটা আসতে। 
এখানে ৭ টা অপশন থাকবে, ডিফল্ট অপশনের পরিবর্তন দরকার নেই। 





এবং
Close টিপে Update information  - Nautilus বন্ধ করতে হবে। 

Close টিপে Update information  - Drop Box বন্ধ করতে হবে।
৩) Install Custom Live ক্লিক করলে ইন্সটলেশন শুরু হবে -


৪) Welcome স্ক্রিনটা আসবে -

৫) Continue ক্লিক করলে Preparing to install Custom স্ক্রিনটা আসবে-

    এখানে পাওয়া যাবে - এই ডিভিডিটা ইন্সটল হলে হার্ড ডিস্কে ৮.৬ জিবি জায়গা নেবে। সরাসরি বিদ্যুৎ ব্যবস্থার সাথে যুক্ত করতে হবে এবং নেট ব্যবস্থা ছিন্ন করতে হবে।
৬) Continue ক্লিক করলে, যেহেতু আমার ল্যাপটপে wireless  ব্যবস্থা আছে তাই নীচের  Wireless   স্ক্রিনটা আসবে -


৭) কোনরকম পরিবর্তন না করে Continue ক্লিক করলে, নীচের Installation type স্ক্রিনটা আসবে -


এখানে তিনটি অপশান আছে, যারা প্রথমবার ইন্সটল করছেন এবং কম্পিউটারে উইন্ডোর কোন ভার্সান ইন্সটল করা আছে তারা Install Custom alongside them অপশানটি নিতে পারেন, এক্ষেত্রে উবুন্তু উইন্ডোজের পাশাপাশি নিজেই জাযগা বের করে ইন্সটল হবে। সেক্ষেত্রে নিচের স্ক্রিনগুলি আসবে - 
(ক)
 
(খ)


  (গ)
 
৮) Erase disk and install Custom ক্লিক করলে সমস্ত ডিস্ক ফর্মাট হয়ে উবুন্তু ইন্সটল হবে।
Something Else ক্লিক করে Continue ক্লিক করলে নীচের  Installation type স্ক্রিনটি আসবে -


এটা হার্ড ডিস্কের (/dev/sda)একটা চিত্র। /dev/sda ভিতরে /dev/sda1 এবং /dev/sda2 পার্টিশন দুটির টাইপ ntfs, এটা উইন্ডোজের টাইপ। এখানে কোন  কিছু করা চলবে না, অসতর্ক হলে সমস্ত পক্রিয়াটা পন্ড হয়ে যাবে। freespace 85702  MB -এই জায়গায় উবুন্তু ১১.১০ ইন্সটল হবে।
৯) freespace সিলেক্ট করে Add ক্লিক করলে নীচের Create a new Partition স্ক্রিনটা আসবে - 
১০) রুট (/) , সোয়াপ (swap) এবং হোম (home) এই তিনটি পার্টিশন ক্রিয়েট করা হবে। Mount point ক্লিক করে রুট (/) নিতে হবে  এবং New partition size 40000 দিয়ে নীচের স্ক্রিনের মতো হলে OK ক্লিক করতে হবে।

১১) রুট পার্টিশন তৈরী হবে , এখন freespace 45702  MB, এখানে swap তৈরী করা হবে। 
 



১২) freespace সিলেক্ট করে Add ক্লিক করলে আসা স্ক্রিনে Use as :  swap area এবং New partition size 2049 mb দিতে হবে , নীচের স্ক্রিনের মতো ।

সাধারণতঃ swap এর সাইজ হয় ram-র দ্বিগুন থেকে ১ এমবি বেশী। OK ক্লিক করতে হবে।
১৩) রুট এবং সোয়াপ তৈরী হয়েছে এখন freespace-র অবশিষ্ট 43653 MB -তে হোম পার্টিশন ক্রিয়েট করা হবে। 



১৪) ফ্রি স্পেস সিলেক্ট করে Add ক্লিক করলে আসা স্ক্রিনে Mount point -এ /home দিয়ে Ok ক্লিক করতে হবে।

১৫) তিনটি পার্টিশনই তৈরী হয়ে গেল, নীচের স্ক্রিন, install Now ক্লিক করতে হবে।

১৬ ) Who are you? স্ক্রিন আসবে - এখন Your name: , Your computer's name:, Picka a username, Choose password, Confirm your password দিয়ে Forward ক্লিক করতে হবে। 


১৭) Where are you? স্ক্রিন আসবে অর্থ্যাৎ টাইম জোন সেট করতে হবে।



১৮) ডিফল্ট টাইমজোন আমেরিকায় , ভারতবর্ষে এটা সেট করার জন্য ভারতবর্ষের ম্যাপের উপর ক্লিক করলে টাইমজোন  সরে কোলকাতা
য় আসবে। ফরোয়ার্ড ক্লিক করতে হবে। 

১৯) কি বোর্ড লে-আউট বাছতে হবে -


২০) Forward ক্লিক করতে হবে, Choose a picture স্ক্রিন আসবে।




ওয়েব ক্যাম থাকলে চালু হয়ে যাবে, ইচ্ছে মতো ছবি নেওয়া যাবে অন্যথা সিসটেমে থাকা ছবি থেকে বাছতে হবে।

২১) ছবি বেছে Forward ক্লিক করত হবে।  Install স্ক্রিনটা আসবে (নীচে)

২২)Continue ক্লিক করত হবে। ইন্সসটলেশন শুরু হয়ে যাবে।

২৩) ইন্সটলেশন শেষ হলে নীচের স্ক্রিনটা আসবে।

২৪) Restart Now ক্লিক করলে ডিভিডিট ট্রে খুলে যাবে, ডিভিডি বের করে নিয়ে ট্রে বন্ধ করে এন্টার মারলে কম্পিউটার রিস্টার্ট হবে এবং নীচের স্ক্রিনটা আসবে -
 
এটা ডুয়েলবুট অপশান স্ক্রিন, এখান থেকে ঠিক করতে হয় কোন দিকে যাওয়া হবে, উবুন্তু ডিফল্ট, উইন্ডোজেযেতে চাইলে ডাউন এরো দিয়ে উইন্ডোজ - যেতে হবে। কোন অপশান না দিলে উবুন্তু-তে যাবে। নীচের স্ক্রিনটা আসবে -
 


এরপর আসবে -



এখানে পাশ-ওয়ার্ড দিতে হবে, পাশ-ওয়ার্ড মিললে উবুন্তুর ১১.১০ ( কাস্টমাইজড ) ডিফল্ট ডেস্কটপ ইউনিটি (unity ) আসবে।






No comments:

Post a Comment