Sunday 6 March 2011

ফেডোরা -১৪ ইন্সটলেশন


ফেডোরা -১৪ ইন্সটলেশন



ফেডোরা ১৪ ৩.২ জিবির মতো জায়গা নেয়। হার্ড ডিস্কে কমপক্ষে ৬জিবি জায়গা খালি থাকা দরকার। তবে ১০জিবি খালি থাকলে ভালভাবে কাজটা করা যাবে। এখানে যে কম্পিউটারটি ব্যবহার হয়েছে তার হার্ড ডিস্ক ২০ জিবি, ram 256mb
) প্রথমত: BIOS পরিবর্তন করে boot from the CD করতে হবে। এটা করার জন্য কম্পিউটারটি বুটিং-র সময়ে নির্দিষ্ট কি ক্রমাগত টিপে যেতে হবে। ( সাধারণতঃ এটা F2, F10 or Delete হয় ) BIOS-এ বুটিং অগ্রাধিকার পরিবর্তন করে CD Drive করে দিন ।

) সিডি রোমে ফেডোরা ১৪-র ডিভিডিটা রেখে রিস্টার্ট করুন। নীচের স্ক্রিনটা আসবে, প্রথম পছন্দটা নিন। 

) নীচের স্ক্রিনটা আসবে, ট্যাব বোতাম টিপে SKIP বেছে নিন, এন্টার করুন। 

) এর কয়েক সেকেন্ডের মধ্যে ফেডোরার স্বাগত স্ক্রিন আসবে। নেক্সট ক্লিক করুন।

) আপ-ডাউন এ্যারো চালিয়ে ভাষা বাছতে হবে।English (English) নিন,নেক্সট ক্লিক করুন। -

) সিস্টেমের জন্য কি-বোর্ড বাছতে হবে।US English বাছুন,নেক্সট ক্লিক করুন।
  

) Basic Storage Device বেছে নিন, নেক্সট ক্লিক করুন।

) এরকম কোন স্ক্রিন এলে, প্রথমটা বেছে নিন, যদি আপনার হার্ড ডিস্ক একেবারে নতুন হয়, পার্টিশানিং-র আগে এটা initialize করতে হবে, re-initialize all পছন্দ করুন , এতে সমস্ত ডিস্কটা initialize হয়ে যাবে। নেক্সট ক্লিক করুন।
 
) এবারে হোস্টনেম স্ক্রিন আসবে, localhost.localdomain রেখে দিন, নেক্সট ক্লিক করুন।

১০) টাইম জোন বাছতে হবে, ম্যাপ থেকে কোলকাতার অবস্থান খুঁজে ক্লিক করুন, ডুয়েল বুটের ক্ষেত্রে use UTC -র টিক চিহ্ন তুলে দিন।
১১) এটা খুব গুরুত্বপূর্ণ, ROOT পাশওয়ার্ড দিতে হবে, পুনরায় দিয়ে নিশ্চিত করতে হবে।


১২) নীচের স্ক্রিন থেকে বাছতে হবে, কি ধরণের ইন্সটলেশন হবে , create custom layout বেছে নিন, এতে আপনার পছন্দমতো পার্টিশন হবে। review and modify partitioning layout বক্সে টিক দিন, নেক্সট ক্লিক করুন।


১৩) নতুন পার্টিশনের জন্য ফ্রি স্পেসে ক্লিক করুন, এখানে /, Swap, /home তৈরী করতে হবে, create ক্লিক করুন। 

১৪) Create Storage স্ক্রিনটা আসবে, standard partition -এ ক্লিক করুন, create ক্লিক করুন। 
 




১৫) Add Partition স্ক্রিন আসবে, Mount Point থেকে / বেছে নিন, File System -ext4 বেছে নিন, Size আমি ১০ জিবি দিতে বলি, Ok ক্লিক করুন।

 
১৬) নীচের স্ক্রিনটা আসবে, আবার ফ্রি স্পেস ক্লিক করুন, create ক্লিক করুন।

১৭) Create Storage স্ক্রিনটা আসবে, standard partition -এ ক্লিক করুন, create ক্লিক করুন। 

১৮) Add Partition স্ক্রিন আসবে, File System -Swap বেছে নিন, Size- আমি ram-র দ্বিগুন দিতে বলি, ram 256mb তাই swap 512 হবে, Ok ক্লিক করুন।


১৯) নীচের স্ক্রিন আসবে, আবার ফ্রি স্পেস ক্লিক করুন, create ক্লিক করুন। 

২০) Create Storage স্ক্রিনটা আসবে, standard partition -এ ক্লিক করুন, create ক্লিক করুন। 


২১) Add Partition স্ক্রিন আসবে, File System -/home বেছে নিন, Size ইচ্ছে মত, এখানে ৯৭২৭ এম বি পরে আছে, পুরোটা দিয়ে দিন , Ok ক্লিক করুন।


২২) এবারে নেক্সট চেপে ফেডোরাকে হার্ড ডিস্ক format করার নির্দেশ দিন, এই স্ক্রিনটি আসবে।write changes to Disk ক্লিক করুন।

২৩) এই স্ক্রিনটি আসবে, নেক্সট ক্লিক করুন

২৪) এই স্ক্রিনটি আসবে, graphical Desktop এবং Installation Repo , Customise Latterবেছে নিতে হবে, নেক্সট ক্লিক করুন।

২৫) Customise Nowকরলে নীচের স্ক্রিনটি আসবে , এখান থেকে Optional Packages বাছা যেতে পারে। বাছাবাছি না করে , next ক্লিক করুন। 
 

২৬)প্রায় ১২০০ প্যাকেজ install হবে, প্রায় ১৫মিনিট সময় লাগবে। 
 

২৭) ইন্সটলেশন শেষ হলে , অভিনন্দন স্ক্রিন আসবে, reboot ক্লিক করুন। 

২৮) কম্পিউটারটি রিস্টার্ট হবে, ফেডোরার স্বাগত স্ক্রিনটা আসবে। Forward ক্লিক করুন।

২৯) এই স্ক্রিনে Username, Full Name, Password, Conform Password দিন, Forward ক্লিক করুন। 

৩০) তারিখ এবং সময়ের স্ক্রিন আসবে, কোন কিছু না করলেও চলবে, Forward ক্লিক করুন। 

৩১) Hardware Profile স্ক্রিন আসবে, Do not send Profile টিক করুন, Finishক্লিক করুন। 

৩২) Login স্ক্রিন আসবে, Password দিতে হবে


৩৩) ব্যাস , এই হলো ফেডোরা ১৪ ইন্সটলেশন।
আগামী পোস্টে লেখা হবে- (১) ইন্সটলেশন পরবর্ত্তী ধাপগুলি (২) ডুয়েল বুটিং (৩) যেখানে ইন্টারনেটের সুযোগ নেই সেখানে লোকাল রিপোজিটারি থেকে আপগ্রেড করা এবং এপ্লিকেশন সফটওয়ার ইন্সটল করা (৪) বাংলা লেখার বিভিন্ন কি-বোর্ড ইন্সটল করা এবং টাইপ করার পদ্ধতি (৫) ১০০ টি জনপ্রিয় সফটওয়ারের পরিচয় এবং ইন্সটলেশন পদ্ধতি (৬) লিনাক্সের কিছু মজাদার এপ্লিকেশন ....



ফ্রি সফটওয়ার মঞ্চ - হাওড়া জেলা আয়েজিত "Workshop & Tutorial on Free Software & Applications at Primary User Level - 15th & 16th Jan 2011 at LalBaba College, Belur' -র জন্য এই হ্যান্ড আউটি তৈরী করেছিলাম।

 


No comments:

Post a Comment