গত পরশু অদ্রীশ চৌধুরীর ল্যাপ টপে ফেডোরা ১৫ ইন্সটল করার সময় ইউ টিউবের বিষয়টা আসে। অদ্রীশ জানতে চায় ইউ টিউব থেকে বিভিন্ন বিষয় কি ভাবে ডাউন লোড হবে।
ইউ টিউব থেকে ডাউন লোড করার জন্য প্রয়োজন – youtube-dl ।
আমি যেখানে fedora 15 ইন্সটল করে দেই সেখানে ইন্সটলেশন পরবর্তী ধাপে ফ্লাশ প্লেয়ার, এডোব এক্রোব্যাট রিডার,ব্রাউজার থেকে পি ডি এফ ফাইল দেখার ব্যবস্থা, জি সি সি জি সি সি ++, জাভা প্লাগইন, ইউ টিউব ডাউনলোডার, উইন্ডোজ ফন্ট, প্যানেল মেন্যু এডিটার, ড্রপ বক্স, আইপডের জন্য জিটিকেপড, সাউন্ড রেকর্ডার, ফোন ম্যানেজার, ডেস্কটপ রেকর্ডার, ইউ এন আর এ আর, সেভেন জেড, ক্লিপ বোর্ড ম্যানেজার, স্কাইপের জন্যে কোডেক সহ মাল্টি মিডিয়া কোডেক, উইন ৩২ কোডেক, গুগুল ক্রোম, গুগুল আর্থ, গুগুল পিকাসা, গুগুল টক প্লাগ ইন, অপেরা , স্কাইপ, ভার্চুয়াল বক্স, এল্যুরাস, হ্যান্ডব্রেক, অটোপ্লাস, বাংলায় লেখার বিভিন্ন কি-বোর্ড, প্রিন্টার, স্ক্যানার, ভি এল সি ইত্যাদি ইন্সটল করে দেই।
এর ফলে যে ডেস্কটপটা তৈরী হয়, তাতে একজন সাধারণ ব্যবহারকারীর প্রায় সবগুলি চাহিদাই পূরন হয়।
যা হোক, আবার youtube-র আলোচনায় ফিরে যাই। ইউ টিউব থেকে গান-সিনেমা ডাউন লোড করতে হলে আগে youtube-dl ইন্সটল করে নিতে হবে। ইন্সটলেশনের বিষয়টা আগে বলি -
ইন্টার নেটে সংযুক্ত থেকে
Activities>Applications>System Tools>Terminal
[kalyan@localhost ~]$ su -
Password:
[root@localhost ~]# cd /
[root@localhost /]#
[root@localhost /]# yum install youtube-dl
এতে ইউটিউব ডাউনলোডার ইন্সটল হয়ে যাবে।
এবার ইউটিউব থেকে ডাউন লোড করার বিষয়।
১) নেটে সংযোগ
২) ক্লিক ফায়ার ফক্স ব্রাউজার
৩) http://www.youtube.com/ - থেকে পছন্দের গান/ সিনেমা টি বেছে নিতে হবে। ধরুণ আমি চাই মনের মানুষ সিনেমার ' যে খানে সাঁই .....' গানের ভিডিও ক্লিপটি ডাউন লোড করেত। এই গানটি খুঁজে বের করে , এর এড্রেস http://www.youtube.com/watch?v=aVpyxcK1Os0-টি ব্লক করে কপি করে নিতে হবে।
৪) টার্মিনালের রুট থকে নীচের কমান্ডটি চালাতে হবে -
[root@localhost /]#youtube-dl http://www.youtube.com/watch?v=aVpyxcK1Os0
এই স্ক্রিন শটটি দেখলে পাবো, ক্লিপটি aVpyxcK1Os0.mp4 নামে রুটে সেভ হয়েছে। ডাউনলোড শেষ হয়ে গেলে aVpyxcK1Os0.mp4 ফাইলটি মুভ করে যে কোন জায়গায় আনা যাবে, এবং রিনেম থেকে নতুন যে কোন নাম দেওয়া যাবে, যাতে সহজে চেনা যায়।
ডেস্কটপে মুভ করতে
[root@localhost /]# mv aVpyxcK1Os0.mp4 '/home/kalyan/Desktop/'
ডকুমেন্টসে মুভ করতে
[root@localhost /]# mv aVpyxcK1Os0.mp4 '/home/kalyan/Documents/'
ডাউনলোডসে মুভ করতে
[root@localhost /]# mv aVpyxcK1Os0.mp4 '/home/kalyan/Downloads/'
aVpyxcK1Os0.mp4 -র উপরে কারসার রেখে রাইট-ক্লিক করে সহজেই রিনেম করে নেওয়া যাবে।মুভি প্লয়ার,ভিএলসি থেকে বাজানো যাবে।
-ব্যাস, এই হলো ইউ টিউবের বিষয়,কঠিন কিছু নয়।
No comments:
Post a Comment