১) ফেডোরা ১৫ ইন্সটল করার পরে ডিফল্ট ফন্ট দেখতে যেন কেমন কেমন লাগে - একেবারে হালকা-পাতলা, অনেকক্ষণ ধরে পড়তে গেলে কষ্ট হয়, চোখের উপরে চাপ পরে। ফন্টের মান উন্নত করতে রুট থেকে চালাতে হবে -
# ln -s /etc/fonts/conf.avail/10-autohint.conf /etc/fonts/conf.d/ <enter>freeworld-freetype ফন্ট ইন্সটল করে নিতে হবে।
# yum install freetype-freeworld <enter>
২) জিনোম ৩-এ সরাসরি ফন্ট সাইজ পরিবর্তন করার সুযোগ নেই। এর জন্য gnome-tweak-tool ইন্সটল থাকতে হবে। আমি এ পর্যন্ত যতগুলি কম্পিউটারে ফেডোরা ১৫ ইন্সটল করে দিয়েছি তার প্রত্যেকটায় gnome-tweak-tool ইন্সটল করে দিয়ছি। না থাকলে এটা প্রথমে ইন্সটল করে নিতে হবে।
# yum install gnome-tweak-tool
এবারে - Activities>Applications>Acessories>Tweak Advance Setting থেকে Tweak Tool পাওয়া যাবে।
Fonts ক্লিক করলে নীচের স্ক্রিনটা আসবে -
এখান থেকে প্রয়োজনীয় ফন্ট, ফন্ট সাইজ বেছে নেওয়া যাবে, বড়-ছোট ইচ্ছে মতো।
No comments:
Post a Comment