আমার এইচ পি মিনি নোটবুকটি উইন্ডোজ ৭ স্টার্টার প্রিলোডেড। এর ১৬০ জিবি হার্ড ডিস্কটিতে চারটি ফ্যাকটরি পার্টিশান দেওয়া আছে।
SYSTEM – 199 MB NTFS Partition
(C:) - 137 GB NTFS Partition
RECOVERY (D:) - 11.40 GB NTFS Partition
HP-TOOLS (E:) - 103 MB FAT32 Partition
C ড্রাইভ থেকে স্পেস বের করে লিনাক্স ইন্সটল করতে চেয়ে যতবার পার্টিশান করার চেষ্টা করা হয়েছে প্রতিবারই মেসেজ এসেছে উইন্ডোজ ৭ আর নতুন পার্টিশানের অনুমতি দেবে না।
এই অবস্থায় আমি যেভাবে ফেডোরা ১৫ উইন্ডোজ ৭-র সাথে ডুয়েল বুট ইন্সটল করেছি -
Control Panel > System and Security > Administrative Tools > Create and Format Hard Disk partition
এখানে পৌছলে হার্ড ডিস্কের উপরের চেহারাটা একটা বারে বিভিন্ন রঙ-এ দেখা যাবে।
Right Click on ( E:) > Delete Volume > yes এটা 103 mb unallocated করবে।
Right Click on ( D:) > Delete Volume > yes এটা 11.40 gb unallocated করবে।
এই পার্টিশান দুটি উড়িয়ে দিলে কোন অসুবিধা নেই, কারণ ব্রান্ডেড কম্পিউটার হওয়ায় রিকভারি ডিভিডি থেকে যে কোন সময়ে কিনে আনার অবস্থায় ফেরা যায়।
এবারে C ড্রাউভ , যেখানে উইন্ডোজ ৭ ইন্সটল করা আছে সেখান থেকে প্রয়োজনীয় ডিস্ক স্পেস বের করতে হবে।
Right Click on (C:) > Shrink Volume > accept max shrink space .
এখন ১৬০ ( বাস্তবে ১৪৯.০৫ জিবি ) জিবি হার্ড ডিস্কের স্পেস বন্টন নিম্নরূপ হবে -
SYSTEM – 199 MB NTFS Partition
(C:) - 69.04 GB NTFS Partition
- 79.82 GB unallocated
এই 79.82 GB তে লিনাক্স ইন্সটল করা যাবে। আমি ফেডোরা ১৫ ইন্সটল করেছি।
এভাবে আমার বন্ধু প্রশান্ত চৌধুরীর ( বিদ্যুৎ পর্যদের কর্মী ) acer ল্যাপটপে ফেডোরা ইন্সটল করে দিয়েছি ।
এর বাইরে অন্য কোন উপায়ের সন্ধান জানলে অনুগ্রহ করে জানাবেন।
No comments:
Post a Comment