Sunday, 17 July 2011

PDF Document & Fedora – ফেডোরা এবং পি ডি এফ


  • ফেডোরার নিজস্ব ডিফল্ট পিডিএফ রিডার ( Document viewer )আছে ,তাই কোন ইন্সটলেশন দরকার হয় না। এটা চালাতে - Activites > Applications > Graphics > Document viewer
    তাস্বত্ত্বেও Adobe Acrobat Reader 9.4.2 ইন্সটল করতে চাইলে

) টার্মিনাল খুলে রুটে আসতে হবে
[kalyan@localhost ~]$ su -
Password:
[root@localhost ~]# cd /
[root@localhost /]#

) এডোব রিপোজিটারির সাথে সংযোগ ঘটাতে হবে।
নেট চালিয়ে নীচের কমান্ডগুলি চালাতে হবে
[root@localhost /]#rpm --import /etc/pki/rpm-gpg/RPM-GPG-KEY-adobe-linux

) এডোব রিডার ইন্সটল করা

[root@localhost /]#yum install nspluginwrapper.i686 AdobeReader_enu

) এডোব রিডার খুলতে হলে
Activites > Applications >Office> Adobe Reader 9

  • ফেডোরার ভিতরেই একটা পি ডি এফ রাইটার আছে। এর ব্যবহার বিধি -
  • ফায়ার ফক্সের জন্য -
    select Print >> Print to File, এখানে document type as PDF, এবং ফাইলের নাম এবং লোকেশন দিতে হবে।
  • লিব্রে অফিসের জন্য ‘Export to PDF’ ফাংশান ব্যবহার করতে হবে।
  • অন্য সমস্ত এপ্লিকেশন যেখানে 'print to PDF' বা 'export to PDF' -র সুযোগ নেই, সেখানে একটা PDF writer ইন্সটল করতে হবে। এক্ষেত্রে cups-pdf ইন্সটল করা হয়।
    নেট কানেক্ট করে, টার্মিনাল থেকে cups-pdf চালাতে হবে।
    [root@localhost /]# yum install -y cups-pdf

    PDF writer প্রিন্ট ফাংশানের মধ্যে থাকে। শুধু প্রিন্ট ফাংশান খুলে প্রিন্টার হিসাবে PDF writer ব্যবহার করতে হবে।

Wednesday, 13 July 2011

Font Issue on Fedora 15 – ফেডোরা ১৫-তে ফন্টের সমস্যা

) ফেডোরা ১৫ ইন্সটল করার পরে ডিফল্ট ফন্ট দেখতে যেন কেমন কেমন লাগে - একেবারে হালকা-পাতলা, অনেকক্ষণ ধরে পড়তে গেলে কষ্ট হয়, চোখের উপরে চাপ পরে। ফন্টের মান উন্নত করতে রুট থেকে চালাতে হবে -
# ln -s /etc/fonts/conf.avail/10-autohint.conf /etc/fonts/conf.d/ <enter>
freeworld-freetype ফন্ট ইন্সটল করে নিতে হবে।
# yum install freetype-freeworld <enter>
) জিনোম ৩-এ সরাসরি ফন্ট সাইজ পরিবর্তন করার সুযোগ নেই। এর জন্য gnome-tweak-tool ইন্সটল থাকতে হবে। আমি এ পর্যন্ত যতগুলি কম্পিউটারে ফেডোরা ১৫ ইন্সটল করে দিয়েছি তার প্রত্যেকটায় gnome-tweak-tool ইন্সটল করে দিয়ছি। না থাকলে এটা প্রথমে ইন্সটল করে নিতে হবে।
# yum install gnome-tweak-tool
এবারে - Activities>Applications>Acessories>Tweak Advance Setting থেকে Tweak Tool পাওয়া যাবে।
Fonts ক্লিক করলে নীচের স্ক্রিনটা আসবে -
এখান থেকে প্রয়োজনীয় ফন্ট, ফন্ট সাইজ বেছে নেওয়া যাবে, বড়-ছোট ইচ্ছে মতো। 

Creating Shortcut of Applications – ডেস্কটপে এপ্লিকেশনের শর্টকাট তৈরী করা


                  আমি এখন আর উইন্ডোজ ব্যবহার করি না। বলতে গেলে ১০০শতাংশ ফ্রি সফট-ওয়্যার ব্যবহারকারী। এক বছর আগেও আমি উইন্ডোজ ছাড়া অন্য কিছু জানতাম না। আমার দুই কন্যা - বড় জন ইংরেজী সাহিত্যের ছাত্রী, ছোট জন প্রাণী বিদ্যার ছাত্রী। এরাও একবছর আগে উইন্ডোজ ব্যবহারকারীই ছিল। এখন, ফেডোরা -১৫তে তাদের সব কাজ করছে। নেট সার্ফিং, স্যোসাল সাইটে ( ফেসবুক, টুইটার) আনাগোনা, চিঠি পত্র লেখা সবটাই ফ্রি সফট ওয়্যারে করছে। গত এক বছরে আমাদের কম্পিউটারগুলিতে - একটা ডেস্কটাপ ( এইচ পি হোম প্যাভিলিয়ন ), একটা এইচ পি ল্যাপটপ, একটা এইচ পি মিনি ২১০ নেটবুক কোন ভাইরাস ইনফ্যাকশনের ঘটনা ঘটে নি, আমি কোন এন্টিভাইরাসও কিনি নি।
                এখন আমাদের নেট ব্রাউজার মজিলা ফায়ার ফক্স, অফিস কাজের জন্য লিব্রে অফিস । গত কয়েকদিন ধরে, আমার ছোট মেয়ে বলে চলেছে - '"বাবা, যে সাইটগুলিতে আমরা বেশী যাই তার একটা করে ডেস্কটপ শর্টকাট তৈরী করতে পার না।" মোটামুটি আনন্দবাজার, আজকালের মতো সমস্ত বাংলা সংবাদপত্রগুলি আমরা সাইট থেকে পড়ি, তাই এগুলির এড্রেস ব্রাউজারের ফেভারেটস এ সেভ করা থাকে, ছোট কন্যার দাবী - "প্রতিটি নামী সংবাদপত্রের জন্য একটা করে শর্টকাট রাখতে হবে, যাতে এক ক্লিক করে কাগজগুলি পড়া যায়। বড় জনের দাবী -” লিব্রে অফিস, ভি এল সি, মুভি প্লয়ার, কিনো (মুভি এডিটার)-র মতো সফট-ওয়্যারগুলির জন্য ডেস্কটপ শর্টকাট তৈরী করা যায় না।"
                    কেন, করা যাবে না। গত কয়েকদিন ধরে যাদের কম্পিউটারে ফেডোরা ১৫ ইন্সটল করে চলেছি, তারাও এমন দাবী করছে। তাই এই পোষ্টের অবতারণা।
                     ১) বহুল ব্যবহৃত সাইটের শর্টকাট তৈরী করা -
ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক >ক্রিয়েট লঞ্চার >

Type: Applications

Name: আনন্দবাজার

Command: firefox firefox http://www.anandabazar.in/


OK দিলেই পেয়ে যাব আনন্দবাজার পত্রিকার জন্য শর্টকাট, এভাবে তৈরী করলাম আজকাল, বর্তমান, প্রতিদিন, গণশক্তি, my blog, gmail ইত্যাদির ডেস্কটপ শর্টকাট।


) ফেডোরার রিপোজিটারীগুলি থেকে পাওয়া এপ্লিকেশনগুলির জন্য ডেস্কটপ শর্টকাট -

লিব্রে অফিস -

ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক >ক্রিয়েট লঞ্চার >

Name: Libre Office

Command: Browse ক্লিক করলে আসবে Choose an application..


File System>usr>bin>libreoffice>open


এবার OK, ব্যাস তৈরী হয়ে গেল Libre Office-র ডেস্কটপ শর্টকাট।


আমার এই আইকনটি অপছন্দের । আমার পছন্দের আইকন হতে পারে এমন একটি প্রাসঙ্গিক ছবি Libre.png আমার হোম ফোল্ডারে রাখা আছে।

লিব্রে অফিস শর্টকাটের উপরে কারসার রেখে রাইট ক্লিক >প্রোপারটিজ>বেসিক -

আইকনের উপরে ক্লিক করলে সিলেক্ট কাসটম আইকন খুলে যাবে, এখানে home>kalyan>libre.png >Open ক্লিক করলে পছন্দের আইকন হয়ে যাবে।


ক্রিয়েট লঞ্চারে কমান্ডগুলি

/usr/bin/libreoffice

/usr/bin/kino

/usr/bin/vlc
 
) কিছু এপ্লিকেশন প্যাকেজ আছে যেগুলি ম্যানুয়েলি ইন্সটল করতে হয়। এদের মধ্যে কিছু কিছু ফেডোরা রিপোজিটারিতে পাওয়া গেলেও ঐ প্যাকেজগুলির স্বীকৃত সাইট থেকে .tarডাউন লোড নিয়ে ইন্সটল করলে ভাল চলে। গুগুল পরিবারের প্যাকেজগুলি এখানে উল্ল্যেখযোগ্য। এরকমই একটা প্যাকেজ Eclipse এর উদাহরণ নেওয়া যাক।
ইন্সটলেশন -
$ cd ~
$
$ wget http://kan.gd/7jj
$
এরফলে Eclipse Classic 3.6.2 (Helios) ডাউনলোড হবে। এটা /optডাইরেক্টরিতে ইন্সটল করা হবে।

$ su -
$ cd /opt
$ mv /home/user/eclipse-SDK-3.6.2-linux-gtk.tar.gz .
$ tar zxvf eclipse-SDK-3.6.2-linux-gtk.tar.gz
$ rm -f eclipse-SDK-3.6.2-linux-gtk.tar.gz
$ ln -s /opt/eclipse/eclipse /usr/bin/eclipse
$ chown -R user:user eclipse/

এখন Eclipse-কে এপ্লিকেশন মেনুতে পেতে হলে রুট থেকে /usr/share/applications/eclipse.desktop ফাইলটি তৈরী করতে হবে। এই ফাইলের কনটেন্ট হবে-

[Desktop Entry]
Name=Eclipse
GenericName=Eclipse IDE
Exec=eclipse %U
Terminal=false
Type=Application
Icon=eclipse
Categories=GTK;Development;IDE;

 

Friday, 8 July 2011

You-Tube & Fedora 15 – ইউ টিউব এবং ফেডোরা ১৫

                  গত পরশু অদ্রীশ চৌধুরীর ল্যাপ টপে ফেডোরা ১৫ ইন্সটল করার সময় ইউ টিউবের বিষয়টা আসে। অদ্রীশ জানতে চায় ইউ টিউব থেকে বিভিন্ন বিষয় কি ভাবে ডাউন লোড হবে।
                       ইউ টিউব থেকে ডাউন লোড করার জন্য প্রয়োজন – youtube-dl
                   আমি যেখানে fedora 15 ইন্সটল করে দেই সেখানে ইন্সটলেশন পরবর্তী ধাপে ফ্লাশ প্লেয়ার, এডোব এক্রোব্যাট রিডার,ব্রাউজার থেকে পি ডি এফ ফাইল দেখার ব্যবস্থা, জি সি সি জি সি সি ++, জাভা প্লাগইন, ইউ টিউব ডাউনলোডার, উইন্ডোজ ফন্ট, প্যানেল মেন্যু এডিটার, ড্রপ বক্স, আইপডের জন্য জিটিকেপড, সাউন্ড রেকর্ডার, ফোন ম্যানেজার, ডেস্কটপ রেকর্ডার, ইউ এন আর এ আর, সেভেন জেড, ক্লিপ বোর্ড ম্যানেজার, স্কাইপের জন্যে কোডেক সহ মাল্টি মিডিয়া কোডেক, উইন ৩২ কোডেক, গুগুল ক্রোম, গুগুল আর্থ, গুগুল পিকাসা, গুগুল টক প্লাগ ইন, অপেরা , স্কাইপ, ভার্চুয়াল বক্স, এল্যুরাস, হ্যান্ডব্রেক, অটোপ্লাস, বাংলায় লেখার বিভিন্ন কি-বোর্ড, প্রিন্টার, স্ক্যানার, ভি এল সি ইত্যাদি ইন্সটল করে দেই।
                        এর ফলে যে ডেস্কটপটা তৈরী হয়, তাতে একজন সাধারণ ব্যবহারকারীর প্রায় সবগুলি চাহিদাই পূরন হয়।
                         যা হোক, আবার youtube-র আলোচনায় ফিরে যাই। ইউ টিউব থেকে গান-সিনেমা ডাউন লোড করতে হলে আগে youtube-dl ইন্সটল করে নিতে হবে। ইন্সটলেশনের বিষয়টা আগে বলি -
ইন্টার নেটে সংযুক্ত থেকে
Activities>Applications>System Tools>Terminal
[kalyan@localhost ~]$ su -
Password:
[root@localhost ~]# cd /
[root@localhost /]#
[root@localhost /]# yum install youtube-dl

এতে ইউটিউব ডাউনলোডার ইন্সটল হয়ে যাবে।

এবার ইউটিউব থেকে ডাউন লোড করার বিষয়।
) নেটে সংযোগ
) ক্লিক ফায়ার ফক্স ব্রাউজার
) http://www.youtube.com/ - থেকে পছন্দের গান/ সিনেমা টি বেছে নিতে হবে। ধরুণ আমি চাই মনের মানুষ সিনেমার ' যে খানে সাঁই .....' গানের ভিডিও ক্লিপটি ডাউন লোড করেত। এই গানটি খুঁজে বের করে , এর এড্রেস http://www.youtube.com/watch?v=aVpyxcK1Os0-টি ব্লক করে কপি করে নিতে হবে।
) টার্মিনালের রুট থকে নীচের কমান্ডটি চালাতে হবে -
[root@localhost /]#youtube-dl http://www.youtube.com/watch?v=aVpyxcK1Os0
এই স্ক্রিন শটটি দেখলে পাবো, ক্লিপটি aVpyxcK1Os0.mp4 নামে রুটে সেভ হয়েছে। ডাউনলোড শেষ হয়ে গেলে aVpyxcK1Os0.mp4 ফাইলটি মুভ করে যে কোন জায়গায় আনা যাবে, এবং রিনেম থেকে নতুন যে কোন নাম দেওয়া যাবে, যাতে সহজে চেনা যায়।
ডেস্কটপে মুভ করতে
[root@localhost /]# mv aVpyxcK1Os0.mp4 '/home/kalyan/Desktop/'
ডকুমেন্টসে মুভ করতে
[root@localhost /]# mv aVpyxcK1Os0.mp4 '/home/kalyan/Documents/'
ডাউনলোডসে মুভ করতে
[root@localhost /]# mv aVpyxcK1Os0.mp4 '/home/kalyan/Downloads/'

aVpyxcK1Os0.mp4 -র উপরে কারসার রেখে রাইট-ক্লিক করে সহজেই রিনেম করে নেওয়া যাবে।মুভি প্লয়ার,ভিএলসি থেকে বাজানো যাবে। 

-ব্যাস, এই হলো ইউ টিউবের বিষয়,কঠিন কিছু নয়।

Wednesday, 6 July 2011

BSNL 2G CDMA DATA CARD - বি এস এন এল ২ জি সি ডি এম এ ডাটা কার্ড


                      শানু বাগানীর ডেস্ক টপে ফেডোরা ১৫ ইন্সটল করে দিয়েছিলাম কয়েক দিন আগে। পরের দিন শানুর আর্তনাদ – বি এস এন এল ২-জি ডাটা কার্ড সেট করা যাচ্ছে না, চলছে না। কিভাবে চলবে ?
                   আমার বি এস এন এল 3G ডাটা কার্ড সেট করতে আমার কোন অসুবিধাই হয় নি। আমি সেই ভাবেই ওকে মোবাইলে নির্দেশ দিতে থাকি। কিন্তু শানুর ডাটা কার্ডটা ZTE CDMA Tec, তাই প্রোভাইডারের তালিকায় BSNL-র নাম খুঁজেই পাওয়া যাচ্ছে না।এম টি এস, এয়ারসেল .. - এরকম চারটা নাম পাওয়া যাচ্ছে মাত্র।  তাহলে কি হবে ? শানু কেবল বলে যাচ্ছে -   খুঁজেই পাওয়া যাচ্ছে না।
                   শেষ পর্যন্ত শানুকে বললাম, ডাটা কার্ডটা নিয়ে এসো, দেখতে হবে, প্রয়োজনে BSNL -এর কাস্টমার কেয়ারে কথা বলতে হবে।
আজ সন্ধ্যায় শানুর বন্ধু মারফত ডাটা কার্ডটা পেলাম। দেখি চেষ্টা করে -

Activities> Applications>Network Connections>Mobile Broadband>Add> 


Setup a Mobile Broad Band Connection > Forward > Choose your provider's country> India> Forward>

choose your Provider > I Can't find my provider and I want to enter it manually> Provider: bsnlnet> Forward

Confirm Mobile Broadband Settings> apply
 

Editing bsnlnet connection 1

user name, password দিয়ে বন্ধ করে দিলাম।
                  নেট ওয়ার্ক আইকনে ক্লিক করে , bsnlnet connection ক্লিক করে কয়েক মুহূর্ত অপেক্ষা করে কানেকশন পেয়ে গেলাম। প্রবলেম সলভড।        
                  শানু কাল সকালে কলেজে যাওয়ার আগে কার্ডটা নিতে ও বিষয়টা বুঝে নিতে আসবে।

Monday, 4 July 2011

Blue Tooth Activation on Fedora 15 ( in Bengali ) - ফেডোরা ১৫-তে ব্লু টুথ সক্রিয় করা

              গত কাল সন্ধ্যায় স্বাধীনের (স্বাধীন পাল )ডেল ল্যাপ টপে ফেডোরা ১৫ ইন্সটল করলাম। এই নিয়ে গত এক সপ্তাহে যাদের কম্পিউটারে ফেডোরা ১৫ ইন্সটল করলাম -
) পিয়ালী রায় – বি টেক, সি এ আই আই বি, ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজার
) নৌসাদ মোমিন ( আনসারী ) উর্দূ ভাষার বিশিষ্ট কবি, ওনার ডেস্কটপে উর্দূ-ইংরেজী-বাংলা -হিন্দি লেখার জন্য কি-বোর্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
) শৌভিক সিনহা - বি টেক, আই টি সেক্টরে কর্মরত।
) শৌভিক সোম – জয়েন্ট দিয়ে কাউন্সিলিং-র অপেক্ষায় আছে। শীঘ্রই পছন্দমত বিষয় নিয়ে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাবে।
) শানু বাগানী - টেকনো - চূচূড়াতে বি সি এ দ্বিতীয় বর্ষের ছাত্র।
)স্বাধীন পাল – এ আই ট্রি-পল ই ক্লিয়ার করে নাগপুরের একটি কলেজে ইঞ্জিনিয়ারী পড়তে যাবে।
) তারক চন্দ্র ঘোষ – বি এ তৃতীয় বর্ষ, কম্পিউটার এপ্লিকেশনের ডিপ্লমা করেছে , বর্তমানে হার্ডওয়্যার-নেট ওর্য়াকিং এর উপর কোর্স করছে।
এদের মধ্যে দুই জনের ব্রড ব্যান্ড কানেকশন নেই। তাই ইন্সটলেশনের পর ডেস্কটপটা কাজের উপযোগী করার জন্য ইন্টারনেট সুবিধা ছাড়াও ইন্সটলেশন পরবর্তী সেট-আপগুলি করে দেবার ব্যবস্থা আয়ত্ত্ব করতে হয়েছে। একটা কমান্ড থেকে নূন্যতম প্রয়োজনীয় এপ্লিকেশনগুলি ইন্সটল করে ফেলার জন্য একটা ইন্সটলার লিখে নিয়েছি। আমার লোকাল রিপোজিটারীতে ১০০-র বেশী এপ্লিকেশন সংগ্রহ আছে। সমস্ত সিডি- ডিভিডি চালানোর কোডেক আছে।
           যে কোন রকমের সমস্যায় সাপোর্ট দেবার বিষয়ে এদের আমাকে অশ্বস্ত করতে হয়েছে । তাই মাঝে মাঝেই সাপোর্ট চেয়ে ফোন / এস এম এস আসছে। বিষয়টা আমি উপভোগ করছি।
         আজ সকালে স্বাধীনের আর্ত ফোন ব্লু টুথ কাজ করছে না। ওকে কাল সকালে ল্যাপটপ নিয়ে আসতে বলেছি।
          আসলে ফেডোরা ১৫ ইন্সটল করার পরে ব্লু টুথের একটা সমস্যা থেকে যায়। আইকন ট্রে-তে ব্লু টুথ অন দেখায় কিন্তু ভিজিবিলিটি অপশান আবছা থাকে। ব্লু টুথ সেটিং অপশান ক্লিক করলে সমস্ত কিছু আবছাই থাকে। অর্থ্যাৎ ব্লু টুথ কম্পিউটার স্টার্ট হবার সাথে সাথে সক্রিয় হচ্ছে না। systemctl ব্লু টুথ সক্রিয় করার কাজটা করা কথা। রুট থেকে নীচের তিনটি কমান্ড চালিয়ে দিলৈ ব্লু টুথের সমস্যা মিটে যাবে।

[kalyan@localhost ~]$ su -
Password:
[root@localhost ~]# cd /
[root@localhost /]#
অর্থ্যাৎ রুটে এলাম।
এবারে একে একে -
systemctl status bluetooth.service
sudo systemctl enable bluetooth.service
sudo systemctl start bluetooth.service
-
কমান্ডগুলি চালাতে হবে। এগুলি চালালে কি বের হবে তা নীচে দেওয়া হল।
[root@localhost /]# systemctl status bluetooth.service

bluetooth.service - Bluetooth Manager
Loaded: loaded (/lib/systemd/system/bluetooth.service)
Active: inactive (dead)
CGroup: name=systemd:/system/bluetooth.service

[root@localhost /]# systemctl enable bluetooth.service

ln -s '/lib/systemd/system/bluetooth.service' '/etc/systemd/system/dbus-org.bluez.service'
ln -s '/lib/systemd/system/bluetooth.service' '/etc/systemd/system/bluetooth.target.wants/bluetooth.service'

[root@localhost /]# systemctl start bluetooth.service

                এবারে সমস্ত ব্লু-টুথ ডিভাইস গুলি দৃশ্যমান হবে এবং আইকন ট্রে থেকে ব্লু-টুথ চিহ্ন ক্লিক করলে ব্লু-টুথ , ভিজিবিলিট অন দেখাবে, নতুন ডিভাইস সেট-আপ অপশান, ব্লু-টুথ সেটিং দেখাবে। ব্লু-টুথ সেটিং ক্লিক করলে নীচের ছবি পাওয়া যাবে। 

                 আমার এইচ পি মিনি নেটবুকে এই তিনটি কমান্ড দিয়ে ব্লু-টুথ সক্রিয় করে ফেললাম। আমার নোকিয়া ই-৫ এবং নোকিয়া ৩২২০-র সঙ্গে ব্লু-টুথ মাধ্যমে গান-ছবি-ফাইল আদান প্রদান সহজেই হচ্ছে।
                 স্বাধীনকে কমান্ডগুলি এস এম এস করে দিয়েছি, ওর উত্তরের অপেক্ষায় আছি।