Wednesday, 14 September 2011

Ubuntu 11.04 after installation tips ( in Bengali ) - উবন্তু ১১.০৪ ইন্সটল করার পরের কাজগুলি



      উবন্তু ১১.০৪ ইন্সটল করার পরে এপ্লিকেশনস লিষ্ট দেখলে যে এপ্লিকেশনগুলি পাবো তাতে ব্যবহারকারীর চাহিদা মিটবে না। তাছাড়া এই অবস্থায় গান-সিনেমার সব সিডি/ডিভিডি চলবে না। তাই ইন্সটলেশনের পরে একটা ইন্সটলেশন পরবর্তি কাজ থেকে যায়। আমি একটা সাত বছরের পুরানো ল্যাপ টপে এটা ইন্সটল করেছি, এর ram মাত্র ২৫৬ mb, গ্রাফিক্স কার্ডটি থ্রি-ডি সাপোর্ট করে না, তাই ইউনিটির থ্রি-ডি বৈশিষ্টগুলি অনুশীলন করতে পারি নি। সেটা পরে একটা পোস্টে আলোচনা করা যাবে।
ব্যবহারকারীদের প্রয়োজনে উবন্তুতে বলতে গেলে হাজার হাজার প্রোগ্রাম আছে, এর অধিকাংশই যেখানে সংরক্ষিত ( archived ) আছে সেগুলি রেপোজিটারি নামে পরিচিত , নেট কানেকশন থাকলে রেপোজিটারি থেকে এগুলি সহজে ইন্সটল করা যায়। চার ধরণের রেপোজিটারী
  • Main - Officially supported software.
  • Restricted - Supported software that is not available under a completely free license.
  • Universe - Community maintained software, i.e. not officially supported software.
  • Multiverse - Software that is not free.
উবন্তু ইন্সটলেশন সিডিতে উবন্তুর এই চার ধরণের রেপোজিটারীর মধ্যে 'মেইন' এবং 'রেস্ট্রিকটেড' রেপোজিটারীর কম্পোনেন্টগুলি দেওয়া থাকে। ইন্সটলেশনের পরে প্রয়োজনীয় প্রোগ্রামগুলি ইন্সটল করে নেবার কাজ করতে হবে।

১। নেট কানেক্ট করা ( বি এস এন এল ব্রড ব্যান্ড )
System > Preferences > Network Connections > DSL > Add - এতে Editing DSL connection 1 উইন্ডো খুলে যাবে,
Connection name বক্সে DSL connection 1 থাকবে, এটা পরিবর্তন করে ইচ্ছামত নাম দেওয়া যাবে, যেমন আমি দিয়েছি BSNL
DSL > Username : বক্সে ব্রড ব্যান্ড নম্বর দিতে হবে (১২ সংখ্যার )
Password : বক্সে পাশ ওয়ার্ড দিতে হবে
Save করলে Network connections উইন্ডোতে Name-র নীচে BSNL দেখা যাবে। close করে বের হতে হবে। টপ প্যানেলে নেট-ওয়ার্ক ম্যানেজার ক্লিক করলে খুলে যাওয়া ড্রপ-ডাউন বক্সে BSNL ক্লিক করলে নেট কানেক্ট হয়ে যাবে।

২। উবন্তু আপ-ডেটস -ইন্সসটল করার পরে প্রথমে সমস্ত আপডেটগুলি ইন্সটল করতে হবে। এর জন্য টার্মিনাল খুলে নীচের কমান্ডটি চালাতে হবে।
Ctrl+Alt+T – কি গুলি একসাথে টিপলে টার্মিনাল খুলে যাবে। এর পর টাইপ করতে হবে -
sudo apt-get update && sudo apt-get upgrade
এতে একবারে ম্যাজিক ঘটে যাবে, এতে সমস্ত আপডেট নিয়ে সাম্প্রিতক অপারেটিং সিসটেম ইন্সটল হয়ে যাবে।
৩। উবন্তু রেস্ট্রিকটেড এক্সট্রাজ - এডোব ফ্ল্যাশ প্লেয়ার ( Adobe Flash Player), ফায়ারফক্স প্লাগ-ইনস (আইসডটি) সহ জাভা রান-টাইম এনভিরনমেন্ট (জেআরই)(সান-জাভা-জেআরই) ( Java Runtime Environment (JRE) (sun-java-jre) with Firefox plug-ins (icedtea) ) , কতগুলি মাইক্রোসফট ফন্টস ( a set of Microsoft Fonts (msttcorefonts) ), মাল্টিমিডিয়া কোডেকস ( w32codecs ), এমপি-থ্রি -কম্পিটেবেল এনকোডিং ( lame), এফ এফ এম পেগ ( FFMpeg ), এক্সট্রা জিস্ট্রিমার কোডেকস ( extra Gstreamer codecs ), ডিভিডি ডিকোডিং প্যাকেজ (libdvdread4, libdvdcss2), unrar archiver, odbc, and cabextract ইত্যাদি ইন্সটল করবে। এর জন্য একটাই কমান্ড -
sudo apt-get install ubuntu-restricted-extras
সমস্ত প্যাকেজগুলি ইন্সটল হতে কিছুটা সময় লাগবে, সমস্ত প্যাকেজগুলি ইন্সটল শেষ হওয়া পর্যন্ত টার্মিনাল খোলা রাখতে হবে।
এই কাজগুলি উবন্তু সফট-অয়্যার সেন্টার থেকে করা যায় , ওটা গ্রাফিক্যাল পদ্ধতি তবে কমান্ডলাইন থেকে অনেক দ্রুত করা যায়।
৪। মেডিবন্তু (Medibuntu) রিপোজিটরী এবং ক্যানোনিক্যাল পার্টনার রিপোজিটারী-গুলি (Canonical partner repositories) যোগ করা -
Medibuntu হলো Multimedia, Entertainment & Distractions In Ubuntuপেটেন্টে, ইন্টেলেকচুয়াল প্রোপারটি ইত্যাদি আইনের জন্য যে প্যাকেজগুলি উবন্তু ডিস্ট্রিবিউশনে দেওয়া যায় না সেগুলি মেডিবন্তুতে পাওয়া যায়, যেমন Google-Earth , opera ,Win32codecs , Msfonts এবং এগুলি স্বভাবিক sudo apt-get install কমান্ড দিয়ে ইন্সটল করা যায়।
sudo wget --output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list http://www.medibuntu.org/sources.list.d/$(lsb_release -cs).list && 
sudo apt-get --quiet update && sudo apt-get --yes --quiet --allow-unauthenticated install medibuntu-keyring && sudo apt-get --quiet update
sudo apt-get install app-install-data-medibuntu apport-hooks-medibuntu


উবন্তু -টিউইক (ubuntu tweak)
সহজে সেটিং পরিবর্তন করার জন্য এটা একটা দারুন প্যাকেজ। এতে অনেক কাজের ডেস্কটপ এবং প্রয়োজনীয় সিসটেম অপশন আছে। উবন্তু টিউইকে এক ক্লিকে এগুলি করা যায়। উবন্তু রিপোজিটারী থেকেই এটা ইন্সটল করা যায়।
sudo add-apt-repository ppa:tualatrix/ppa
sudo apt-get update
sudo apt-get install ubuntu-tweak



৬। কম্পিজ-কনফিগ সেটিং ম্যানেজার ( CompizConfig Settings Manager ) - ব্যবহার করে ইউনিটি লঞ্চারে যে টিউইকগুলি করা যায় - reveal mode, hide behavior, change Unity-specific keyboard shortcuts, change the Unity launcher icon size, the top panel opacity, tweak various animations
sudo apt-get install compizconfig-settings-manager


৭। নটিলাস এলিমেন্টারি (Nautilus Elementary )
এটা নটিলাসের থেকে বাড়তি কিছু, এটা ব্যবহার করে অনেক সুবিধা আদায় করা যায়।
sudo add-apt-repository ppa:am-monkeyd/nautilus-elementary-ppa
sudo apt-get update && sudo apt-get upgrade
nautilus -q
রাইট ক্লিক করে ইমেজের সাইজ পরিবর্তন (Resize Images by right click )
sudo apt-get install imagemagick
sudo apt-get install nautilus-image-converter

৮। ডিভিডি প্লেব্যাক - এর জন্য প্রয়োজনীয় libdvdcss

sudo wget --output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list http://www.medibuntu.org/sources.list.d/$(lsb_release -cs).list && sudo apt-get --quiet update && sudo apt-get --yes --quiet --allow-unauthenticated install medibuntu-keyring && sudo apt-get --quiet update
sudo apt-get install libdvdcss2

৯। ওয়াইন (Wine - The windows Environment)-এটা লিনাক্সে উইন্ডোজের এপ্লিকেশন ইন্সটল করে।
sudo add-apt-repository ppa:ubuntu-wine/ppa
sudo apt-get update
sudo apt-get install wine1.3
উইন্ডোজ গেমস এবং এপ্লিকেশন ইন্সটল করা - অনেক উইন্ডোজ গেমস, এপ্লিকেশন ( callofduty, doom ,.... Msfonts ,Itune ,Microsoft office 2007 ) প্লে-অন লিনাক্স দিয়ে চালানো যাবে -

sudo apt-get install playonlinux


১০) এডোব এক্রোব্যাট রিডার (Adobe Acrobat Reader )
ভালভাবে পিডিএফ ডকুমেন্টস পড়তে কাজের। ডিফল্ট ডক্যুমেন্ট ভিয়্যুয়ার পিডিএফ ফাইলগুলি সামলালেও এডোব এক্রোবেট আরো অনেক ফিচার দেবে-
রিডারের জন্য এডোবের ডাউনলোড সাইট http://get.adobe.com/reader/ থেকে AdbeRdr9.4.2-1_i486linux_enu.bin ডাউনলোড করতে হবে।
kalyan@kalyan:~$ sudo -s
root@kalyan:~# cd /
root@kalyan:/# chmod +x /home/kalyan/Downloads/AdbeRdr9.4.2-1_i486linux_enu.bin
root@kalyan:/# ./home/kalyan/Downloads/AdbeRdr9.4.2-1_i486linux_enu.bin

১০) গুগুল পরিবার
গুগুল পরিবারে যে কোন এপ্লিকেশন ইন্সটল করার আগে lsb-core এবং gdebi ইন্সটল করে নিতে হবে।
sudo apt-get install lsb-core
sudo apt-get install gdebi
) পিকাসা ( Picasa ) –গুগুল পরিবারের বিখ্যাত ফটো এবং এলবাম কালেকশন ম্যানেজার , এটা গুগুল পিকসা ওয়েব সাইট থেকে ডাউন লোড করে ইন্সটল করতে হবে।
http://dl.google.com/linux/deb/pool/non-free/p/picasa/picasa_3.0-current_i386.deb
৩০ এম বি-র মতো ডাউনলোড, এর মধ্যে পিকসা সফ্টওয়্যার ১৩ এম বি , ওয়াইন ১১ এম বি, গ্যেকও ইঞ্জিন ৬ এম বি। আমার ডাউনলোডেড ফাইলগুলি Downloads ফোল্ডারে সেভ করা হয়েছে। এর পাথ - /home/kalyan/Downloads/
sudo dpkg -i /home/kalyan/Desktop/Downloads/picasa_3.0-current_i386.deb
) গুগুল-ক্রোম (Google Chrome) - browser that combines a minimal design with sophisticated technology to make the web faster, safer, and easier.
এটা গুগুল-ক্রোমের ওয়েবসাইট http://www.google.com/chrome/eula.html?hl=en&brand=CHMA&utm_campaign=en-in&utm_source=en-in&installdataindex=homepagepromo থেকে google-chrome-stable_current_i386.deb ডাউন-লোড করতে হবে। এবং এটা ইন্সটল করতে হবে।
sudo dkpg -i '/home/kalyan/Desktop/Downloads/google-chrome-stable_current_i386.deb'
) গুগুল-আর্থ ( Google-Earth) – lets you fly anywhere on Earth to view satellite imagery, maps, terrain, 3D buildings, from galaxies in outer space to the canyons of the ocean.
http://www.google.com/earth/download/ge/agree.html থেকে google-earth-stable_current_i386.deb ডাউন-লোড করতে হবে। এবং এটা ইন্সটল করতে হবে।
sudo dkpg -i '/home/kalyan/Desktop/Downloads/google-earth-stable_current_i386.deb'
) গুগুল-টক প্লাগ ইন - Chat with friends and family on the internet using Google Chat
http://www.google.com/chat/video/download.html থেকে google-talkplugin_current_i386.deb ডাউন-লোড করতে হবে। এবং এটা ইন্সটল করতে হবে।
sudo dkpg -i '/home/kalyan/Desktop/Downloads/google-talkplugin_current_i386.deb'


১১) অপেরা ( Opera )
অপেরাও একটা স্বখ্যাত ইন্টার-নেট ব্রাউজার , এটা অপেরার ওয়েবসাইট http://www.opera.com/ থেকে opera_11.51.1087_i386.deb ডাউন-লোড করতে হবে। এবং এটা ইন্সটল করতে হবে।
sudo dkpg -i '/home/kalyan/Desktop/Downloads/opera_11.51.1087_i386.deb'


১২) স্কাইপ (Skype) - এটা ভিডিও কনফারেন্সিং সফট-ওয়্যার।
http://www.skype.com/intl/en-us/get-skype/on-your-computer/linux/ থেকে skype-ubuntu_2.2.0.35-1_i386.deb ডাউন-লোড করতে হবে। এবং এটা ইন্সটল করতে হবে।
sudo dpkg -i '/home/kalyan/Desktop/Downloads/skype-ubuntu_2.2.0.35-1_i386.deb'


১৩) Gtkpodএটা একটা ভাল আই-পড ম্যানেজার, এটা Pod, iPod nano, iPod shuffle, iPod photo, এবং iPod mini ইত্যাদি সাপোর্ট করে।
sudo apt-get install gtkpod

১৪) K3b – CD, DVD, BluRay Burning Applicaiton – বিখ্যাত নেরো বার্নিং রোমের সমস্ত গুনাবলী এতে রয়েছে। এটা আসলে কেডিই এপ্লিকেশন, এটা ইন্সটল করলে সমস্ত কেডিই লাইব্রেরী ইন্সটল হবে।

sudo apt-get install k3b
১৫) Minitube – Youtube Desktop Client for Ubuntu
মিনিটিউব একটা ফ্ল্যাশ ফ্রি ইউ টিউব ডেস্কটপ এপ্লিকেশন । এটার জন্য http://flavio.tordini.org/minitube থেকে minitube-linux-1.5.tar.gz ডাউন-লোড করতে হবে এবং ইন্সটল করে নিতে হবে।
kalyan@kalyan:~$ sudo -s 
[sudo] password for kalyan: 
root@kalyan:~# cd / 
root@kalyan:/# tar -xvzf '/home/kalyan/Downloads/minitube-linux-1.5.tar.gz'
root@kalyan:/# cd minitube
root@kalyan:/minitube# chmod +x minitube
root@kalyan:/minitube# ./minitube
 
এখন মিনিটিউবের জন্য একটি লঞ্চার বানিয়ে নিতে হবে। 
ডেস্কটপের উপরে রাইট ক্লিক > ক্রিয়েট লঞ্চার > Name: Minitube, Command : /minitube/minitube >OK.
এত ডেস্কটপে Minitube আইকন তৈরী হবে। এর উপরে ডাবল-ক্লিক করলে মিনিটিউব চালু হয়ে যাবে। 

ইউটিউব ডাউন লোডার - 
sudo apt-get install youtube-dl
(open the video of its website and copy the URL : ‘http://www.youtube.com/watch?v=DWevG2BlH3k
‘ ), Then download that video with with one simple command -
youtube-dl "URL_Of_The_Target_Video"
১৬)  ওয়েব-ক্যাম সফট-ওয়্যার Cheese 
sudo apt-get cheese
১৭) স্ক্যানার কন্ট্রোল এপ্লিকেশন Xsane , এটা ডকুমেন্টস, ছবি ইত্যাদি স্ক্যান করতে ব্যবহৃত হয়, এতে রেজুলিউশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
sudo apt-get install xsane
১৮) আর্কাইভ মেনেজমেন্ট এপ্লিকেশন -
sudo apt-get install unace unrar zip unzip p7zip-full p7zip-rar sharutils rar uudeview mpack lha arj cabextract file-roller


১৯) বাংলা কি-বোর্ড ইন্সটল করা - বাংলায় ইন্সক্রিপ্ট, প্রভাত ,ইট্রান্স, ইউনিজয় -এই কি-বোর্ডগুলি ইন্সটল করতে -
sudo apt-get install ibus ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk 

এবারে ,
System > Preferences > Keyboard Input Methods > Ibus Preferences স্ক্রিন খুলে দেবে। 
Input Method > Select an input method > Bengali >
               inscript (m17n)
               itrans (m17n)  
              probhat (m17n)
               unijoy (m17n) 
এই চারটি কি-বোর্ডর মধ্যে যে কোনটি বেছে নিয়ে Add > close, 

এবার,
Places > Home Folder > View > Show Hidden Files > .bashrc ফাইলে ডাবল-ক্লিক করলে .bashrc টেক্সট ফাইল খুলে যাবে। ফাইলের একবারে শেষে নীচের লাইনগুলি লিখে সেভ করতে হবে। 
export GTK_IM_MODULE=ibus 
export XMODIFIERS=@im=ibus 
export QT_IM_MODULE=ibus

এবার  Ibus-কে অটোস্টার্ট করাতে হবে। 
System > Preferences > Startup Applications > Add ক্লিক করলে  Add Startup Application খুলে যাবে। এবারে নীচের প্যারামিটারগুলি দিতে হবে -
Name : Ibus
Command : /usr/bin/ibus-daemon
Comment : Bengali Key Board
Add করে বেরিয়ে এসে লগ-আউট করে পুনরায় লগ-ইন করলে টপ প্যানেলে  কি-বোর্ডের চিহ্নটি পুনরায় পাওয়া যাবে। 
ctrl+space bar ইংরাজী ও বাংলা কি-বোর্ডের মধ্য টগল হবে।  

অভ্র কি-বোর্ডের জন্য http://code.google.com/p/scim-avro/downloads/detail?name=scim-avro_0.0.2-1ubuntu9.10_i386.deb&can=2&q= থেকে  home/kalyan/Desktop/scim-avro_0.0.2-1ubuntu9.10_i386.deb ডাউনলোড নিতে হবে। 
অভ্র কি-বোর্ড Ibus এ চলে না, এর জন্য SCIM ( Smart Character Input Method ) ইন্সটল করতে হবে। 
kalyan@kalyan:~$ sudo apt-get install scim scim-qtimm m17n-contrib  m17n-db scim-m17n  scim-tables-additional 
kalyan@kalyan:~$ sudo dpkg -i '/home/kalyan/Desktop/scim-avro_0.0.2-1ubuntu9.10_i386.deb' 
এবার 
System > Preferences > SCIM Inputmethod Setup > IM Engine > Global Setup  এখন অনেকগুলি ভাষার একটা তালিকা খুলে যাবে। প্রত্যেকটার পাশে টিক চিহ্ন ( enable ) বাই-ডিফল্ট থাকবে।
Disable all > Bengali -তে টিক > Expand দিলে Avro Phonetic, bn-probhat, bn-itrans, bn-inscript, bn-unijoy, Probhat (phonetic), inscript কি-বোর্ডগুলি পাওয়া যাবে। পছন্দের কি-বোর্ডটির টিক রেখে বাকিগুলির টিক তুলে দিতে হবে। Apply> OK.
টার্মিনাল থেকে 90im-switch ফাইলটি /etc/X11/Xsession.d-র মধ্যে খুলতে হবে।
$ sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch
এর পর নীচের লাইনগুলি টাইপ করে সেভ করতে হবে।
$ export XMODIFIERS="@im=SCIM"
$ export XIM_PROGRAM="scim -d"
$ export GTK_IM_MODULE="scim"
$ export QT_IM_MODULE="scim"
এবারে কম্পিউটারটি রিবুট করে নিতে হবে। টপ প্যানেলে কি-বোর্ডের চিহ্নটি পুনরায় পাওয়া যাবে।
ctrl+space bar ইংরাজী ও বাংলা কি-বোর্ডের মধ্য টগল হবে।
SCIM -পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হলো এটা নেট ব্রাউজার, টার্মিনালে কাজ করে না, LibreOffice -gc কাজ করে।
১৯) ভার্চুয়্যাল বক্স -

sudo add-apt-repository "deb http://download.virtualbox.org/virtualbox/debian maverick contrib"
wget -q http://download.virtualbox.org/virtualbox/debian/oracle_vbox.asc -O- | sudo apt-key add -
sudo apt-get update && sudo apt-get install virtualbox-4.0

২০) ডেস্কটপ রেকর্ড করার জন্য - recordmydesktop
sudo apt-get install gtk-recordmydesktop

২১) GCC (c/c++) কম্পাইলার  উবন্তু ১১.০৪ -এ বাই-ডিফল্ট  build-essential রয়েছে ,জিসিসি কম্পাইলার, মেক এবং অন্যান্য প্রয়োজনীয় টুলগুলি সহ এটা  উবন্তু প্যাকেজস নির্মাণের জন্য প্রয়োজনীয় - 
$ sudo apt-get update
$ sudo apt-get upgrade
$ sudo apt-get install build-essential
$ gcc -v
$ make -v
এখন C / C++ compilers দিয়ে সফট-অয়্যার কম্পাইল করা যাবে। 
Now, you should able to compile software using C / C++ compilers.

- ( ) - 
ঐচ্ছিক কিছু সফট-অয়্যার 

() 
সাউন্ড – ও – ভিডিও 

)এম প্লেয়ার / এস এম প্লেয়ার ( Mplayer/SMPlayer ) ভিডিও প্লেব্যাকের জন্য। প্রয়োজনীয় কোডেকগুলি থাকলে এটা প্রায় সমস্ত রকমের ভিডিও, এক্সর্টানাল সাব-টাইটেল ইত্যাদি সাপোর্ট করে। 
sudo apt-get install mplayer smplayer gnome-mplayer
) ক্লেমোন্টাইন মিউজিক প্লেয়ার ( Clementine Music Player ) - মিউজিক দ্রুত খুঁজে বের করতে, বাজাতে এটা অনবদ্য। Last.fm, SomaFM, Magnatune, Jamendo Icecast ইত্যাদি ইন্টারনেট রেডিও শোনা সহ আরো অনেক গুন এর রয়েছে -
sudo apt-get install clementine
) অডিসিআস অডিও-প্লেয়ার (Audacious Audio Player ) -জিনোমের অডিও-প্লেয়ার , অনেকটা উইসএম্প-র মতো। অডিসিয়াসের অনেক প্লাগ-ইনস এবং স্কিন আছে।
sudo apt-get install audacious

) XBMCডিজিটাল মিডিয়ার অন্যতম মিডিয়া সেন্টার। সমস্ত রকমের অডিও এবং ভিডিও ফর্মাট এতে চালানো যায়। এতে ডেস্কটপ একটা সম্পূর্ণ কার্যকরী মাল্টিমিডিয়া জুকবক্স হয়।

sudo add-apt-repository ppa:team-xbmc
sudo apt-get update
sudo apt-get install xbmc

) Openshotউবন্তুর Video editor

sudo add-apt-repository ppa:jonoomph/openshot-edge
sudo apt-get update
sudo apt-get install openshot openshot-doc



() 
 গ্রাফিক্স প্যাকেজ
 image editing, drawing, painting, animation, 3d Modeling ইত্যাদির জন্য 
) GIMPইমেজ এডিটিং-র জন্য একটা উন্নত প্যাকেজ , এটাকে ফটোশপের বিকল্প। অনেক ধরণের প্লাগ-ইন, ব্রাশ, গ্রেডিয়েন্টস এখানে পাওয়া যায়।
sudo apt-get install gimp
ইমেজ এডিটর (গিম্প )
sudo add-apt-repository ppa:matthaeus123/mrw-gimp-svn
sudo apt-get update
sudo apt-get install gimp gimp-data gimp-plugin-registry gimp-data-extras
)ইঙ্কস্কেপ (Inkscape )– Vector image editing and drawing application , এটা দিয়ে ভেক্টর ড্রয়িং এবং লোগো বানাতে দক্ষ, এটা এডোব ইলাস্ট্রেটর বা কোরেল ড্র -র বিকল্প।
sudo apt-get install inkscape
) ব্লেন্ডার (Blender ) থ্রি-ডি মডেলিং এবং লিন্যাক্সে নন লিনিয়্যার এডিটিং প্রোগ্রাম। ব্লেন্ডার ক্যারেক্টার ড্রয়িং থেকে টাইম-লাইন এডিটিং সাপোর্ট করে।
sudo apt-get blender



()
ইন্টারনেট ইউটিলিটিগুলি
উবন্তু ১১.০৪ এ ডিফল্ট ব্রাউজার হলো ফায়ারফক্স ৪, গুগুল ক্রোম, অপেরার মতো ব্রাউজারগুলিও ব্যবহার করা যেতে পারে।
) ইমেল ক্লায়েন্টস - থান্ডারবার্ড
ইভল্যুশান বাই-ডিফল্ট ইমেল ক্লায়েন্ট তবে মজিলা ফাউন্ডেশনের থান্ডারবার্ড ব্যবহার করে দেখা যেতে পারে।
sudo apt-get install thunderbird
) চ্যাট ক্লায়েন্টস – পিডজিন (Pidgin)
এখানে ডিফল্ট আই এম ক্লায়েন্ট এমপ্যাথী, পিডজিন ব্যবহার করে দেখা যেতে পারে।
sudo apt-get install pidgin

)মেসেঞ্জার ইউটিলিটি AMSN

sudo apt-get install amsn

) সোশ্যাল নেট-ওয়ার্কিং ক্লায়েন্টস (Social Networking Clients )
) Gwibber থেকে ফেসবুক এবং টুইটার নিয়ন্ত্রণ করা যায়।
sudo apt-get install gwibber
) টুইটার ক্লায়েন্ট - Hotot
sudo add-apt-repository ppa:hotot-team
sudo apt-get update
sudo apt-get install hotot
) FTP Clients - Filezilla
filezilla and gftp are the popular ftp clients . Nautilus is also support ftp,sftp connections.
Filezilla is the best ftp client for Linux. It can handle all the FTP needs. Nautilus is also capable of connecting ftp.
sudo apt-get install filezilla



()
অফিস
উবন্তু ১১.০৪ -এ বাই ডিফল্ট লিব্রেঅফিস ( Libreoffice )দেওয়া আছে।
Writer – A good Document Editor
Calc – A Spreadsheet Editor
Impress – A Presentation Creator and Manager
Draw – A Drawing creator

) স্ক্রাইবাস (Scribus ) - পাবলিশিং কাজের জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডিটিপি এপ্লিকেশন
sudo apt-get install scribus

) Dia দারুণ ডায়াগ্রাম এডিটার, ফ্লো-চার্ট, ডাটাবেস, সার্কিট, লজিক, ইউ এম এল ইত্যাদি নানা রকমের ডায়াগ্রাম তৈরীকরতে এটা খুব কাজের।

sudo apt-get install dia
()
বিবিধ
) তারামন্ডল দেখার সফট-ওয়্যার -Stellarium
sudo apt-get install stellarium
) Y PPA Manager
Y PPA Manager is a GUI tool to easily add PPAs (Personal Package Archives ),search a package in all Launchpad PPAs, remove duplicate PPAs (only works with separate .list files), backup PPAs and other PPA-related tasks. Check out the Launchpad page for a complete features list.
sudo add-apt-repository ppa:webupd8team/y-ppa-manager
sudo apt-get update
sudo apt-get install y-ppa-manager

) Samba Server
Samba উইন্ডোজ শেয়ার ফোল্ডার ম্যানেজার ।
sudo apt-get install samba smbfs

) পুরানো কম্পিউটারে  ইউনিটি -৩ডি না চললে ২ডি ব্যবহার করা যেতে পারে। টার্মিনাল থেকে unity-2d ইন্সটল করতে 
sudo apt-get update
sudo apt-get install unity-2d
-() -
কিছু মজার সফট-অয়্যার
) ড্রপবক্স (DropBox) – ফটো, ডকুমেন্টস ইত্যাদি ড্রপবক্সে রাখলে ড্রপবক্স ব্যবহারকারী সমস্ত কম্পিউটার থেকে এগুলি প্রয়োজনে ফেরত পাওয়া যায়।
ড্রপবক্স ওয়েব সাইট থেকে এটা ডাউনলোড নিতে হবে।

) আমাজন কিন্ডাল – -বুক রিডার ইন্সটল করার ধাপগুলি
-ম ধাপ:-
যদি ওয়াইন ইন্সটল করা না থাকে তবে ওয়াইন ইন্সটল করে নিতে হবে।
sudo apt-get update && sudo apt-get install wine
-য় ধাপ :- কিন্ডল ফর পিসি (উইন্ডাজ ভার্সান) ডাউন লোড করে নিতে হবে
wget http://d1xhj100piaj9u.cloudfront.net/25338/KindleForPC-installer.exe
-য় ধাপ :- কিন্ডল ইন্সটলারটি রান করাতে হবে। এটা রান করালে স্বাভাবিক গতিতে ইন্সটল হবে। ইন্সটল হবার সাথে সাথে এটা স্টার্ট করলে ক্রাশ করে যাবে। তাই ৪-র্থ ধাপটা শেষ করে স্টার্ট করা।
wine KindleForPC-installer.exe
-র্থ ধাপ:- ওয়াইনের ভীতরে কিন্ডলের জন্য উইন্ডোজের ভার্সান পরিবর্তন করতে হবে।
এর জন্য Applications > Wine > Configure Wine
এতে Wine Configuration স্ক্রিন খুলে যাবে, applications> add application ক্লিক করলে Select an executable file খুলে যাবে, Lookin: drive_c>Program Files> Amazon, Kindle for PC.exe
এটা আবার application tab-এ ফিরিয়ে দেবে। KindleforPC.exe কে হাই-লাইট করতে হবে, উইন্ডোজ ভার্সানের ড্রপ-ডাউন বক্স থেকে Windows 98 নিতে হবে। ok ক্লিক করে এই পরিবর্তনগুলি একসেপ্ট করে Wine Configuration Utility থেকে বের হয়ে আসতে হবে। মেশিন রিবুট করতে হবে।
-ম ধাপ:- কিন্ডল ডেস্কটপ আইকন-কে ট্রাস্টেড চিহ্নিতকরতে হবে।
ডেস্কটপে Kindle for PC আইকনে রাইট ক্লিক করতে হবে এবং প্রোপারটিসে লেফ্ট ক্লিক । পারমিষন ট্যাব থেকে ফাইলটি প্রোগ্রাম হিসাবে কার্যকর করার বাক্সে টিক দিতে হবে ( Click the check box to allow executing file as program )

) ক্যালিবার ই-বুক ম্যানেজার
sudo apt-get install calibre
এতে ক্যালিবার ইন্সটল হয়ে যাবে, কিন্তু ক্যালিবারের সব ভার্সান কিন্ডেল সাপোর্ট করে না। তাই নীচের কিছু টি-উইক করতে হবে।
ধাপ -:-Press ALT-F2 to bring up a “Run Application” dialogue.
ধাপ -:- Copy and paste the following line into that dialogue:
    gksudo gedit /usr/lib/calibre/calibre/devices/kindle/driver.py
ধাপ -:-যখন চাইবে পাশ-ওয়ার্ড দিতে হবে, একটি টেক্সট এডিটর খুলে যাবে, এর একেবারে নীচে নেমে এসে
    class KINDLE2(KINDLE):
    
        name           = 'Kindle 2/3 Device Interface'
        description    = _('Communicate with the Kindle 2/3 eBook reader.')
    
        FORMATS        = KINDLE.FORMATS + ['pdf']
        PRODUCT_ID = [0x0002,0x0004]
        BCD        = [0x0100]
    এই লাইনগুলি লিখে সেভ করে নিতে হবে। 
ব্যাস,  Applications >Office menu থেকে ক্যালিবার ই-বুক ম্যানেজ করার জন্য প্রস্তুত। 














No comments:

Post a Comment