Thursday, 12 July 2012

ফেডোরা ১৭ ইন্সটলেশন পরবর্তী কাজগুলি - পার্ট -২ - Post Installation Tips in Fedora17 (in Bengali) - Part-2



১৪) গ্রাফিক্স -
gimp – ইমেজ এডিটিং-র জন্য সবচেয়ে অগ্রসর সফট-অয়্যার। এর অনেক বৈশিষ্ট্য যেমন single window mode, file tabs, layer groups ইত্যাদি , photoshop-র লিনাক্স-বিকল্প।
Inkscape - ফ্রি সফট-অয়্যারে সেরা ভেক্টর এডিটরএপ্লিকেশন। .svg তৈরীতে দক্ষ। লিব্রে ডিজাইনার এবং গ্রাফিক্স ডেভেলপারদের অতীব প্রয়োজনীয় টুল ।
Dia - বিভিন্ন ধরণের ডায়াগ্রাম আঁকতে ব্যবহৃত হয় যথা UML static structure diagrams (class diagrams), entity relationship modeling এবং network diagrams.xmlফরমাট সহ কাস্টম ফাইল ফরমাটে ডায়াগ্রাম লোড এবং সেভ করতে পারে এবং PostScript(TM)-এ এক্সপোর্ট করতে পারে।
Phatch – সমস্ত রকমের ইমেজ ফর্মাটের ক্রশ প্ল্যাটফর্ম জিইউআই ফোটো ব্যাচ প্রসেসর, re-size, rotate, apply perspective, shadows, rounded corners, …ইত্যাদির মতো কাজগুলি ব্যাচ ধরে এক ক্লিকে করে দেয়।
Blender - থ্রি ডি গ্রাফিক্সের কাজ করে।
mypaint -
evolus-pencil -
Image Magic -
tar xvfz ImageMagick.tar.gz
cd ImageMagick-6.7.8-2
./configure
make
make install
ldconfig /usr/local/lib
make check
cd /
rm -rf ImageMagick-6.7.8-2
(to start imagemagic [root@localhost /]# display )

yum install gimp gimp-data-extras gimp-lqr-plugin gimp-resynthesizer gnome-xcf-thumbnailer inkscape dia phatch nautilus-phatch blender mypaint

wget http://evoluspencil.googlecode.com/files/evolus-pencil-1.3-4.noarch.rpm
rpm -ivh evolus-pencil-1.3-4.noarch.rpm

১৫) স্কাইপ – সব রকমের অপারেটিং সিসটেমের জন্য এক উৎকৃষ্ট IM client । ইন্টারনেটে তুলনাহীন স্বর শুদ্ধাতায় এবং ভিডিও উৎকৃষ্টতায় চ্যাট, ভিডিও এবং অডিও কল করার জনপ্রিয় টুল ( popular text, voice and video chat tool)

yum install pulseaudio-libs.i686 pulseaudio-libs-devel.i686 alsa-plugins-pulseaudio.i686 alsa-lib.i686 libv4l.i686 libXv.i686 libXv-devel.i686 libXScrnSaver.i686 qt.i686 qt-x11.i686 qt-devel.i686

wget http://download.skype.com/linux/skype-4.0.0.7-fedora.i586.rpm
rpm -ivh skype-4.0.0.7-fedora.i586.rpm

স্কাইপ কল রেকর্ডিং করার জন্য PulseCaster ইন্সটল করা হয়।
yum  install pulsecaster

১৬) ইন্টারনেট এপ্লিকেশনস ( অতিরিক্ত )

) পিডজিন - এমপ্যাথি আই এমক্লায়েন্টের বিকল্প। কিছু ক্ষেত্রে এটা ওয়েবক্যাম নিয়ে ভাল ফল দেয়।
yum install pidgin

) অপেরা - বিকল্প ব্রাউজার, HTML 5 and CSS 3 সাপোর্ট সহ সবচেয়ে অগ্রসর ব্রাউজার।

wget http://get.geo.opera.com/pub/opera/linux/1200/opera-12.00-1467.i386.rpm
rpm -ivh opera-12.00-1467.i386.rpm

) ইউ টিউব
yum install youtube-dl

) অ্যজুরিয়াস (Azureus) - টোরেন্ট ডাউন-লোড করতে ব্যবহৃত হয়। .
yum  install azureus

১৭) ওরাক্যাল ভিএম ভার্চ্যুয়াল বক্স ( VirtualBox for Linux Host ) -

wget http://dlc.sun.com.edgesuite.net/virtualbox/4.1.16/VirtualBox-4.1-4.1.16_78094_fedora17-1.i686.rpm
rpm -ivh VirtualBox-4.1-4.1.16_78094_fedora17-1.i686.rpm

১৮ ) ওয়াইন( wine ), ওয়াইন-ট্রিক্স (winetricks ), প্লে-অন লিনাক্স ( playonlinux), আমাজন কিন্ডাল ফর পিসি (Amazon Kindle For PC)

) ওয়াইন - উইন্ডোজের কিছু কিছু এপ্লিকেশন এবং গেমস লিনাক্সের ভীতরে ওয়াইন দিয়ে চালানো হয়।
yum install wine

) ওয়াইন-ট্রিক্স (winetricks ) -
প্রথমে ওয়াইন-ট্রিক্স রিপোজিটারি সেট করতে হবে। cat <<EOF> /etc/yum.repos.d/rpm-sphere.repo কমান্ডটি লিখলে খুলে যাওয়া এডিটারে নীচের লাইনগুলি লিখে সেভ করে ক্লোজ করতে হবে।
[rpm-sphere]
name=RPM Sphere
baseurl=http://download.opensuse.org/repositories/home:/zhonghuaren/Fedora_17/
gpgkey=http://download.opensuse.org/repositories/home:/zhonghuaren/Fedora_17/repodata/repomd.xml.key
enabled=1
gpgcheck=1
EOF

এর পর -
yum install winetricks

ওয়াইন-ট্রিক্স চালাতে হলে
[root@localhost /]# winetricks


) প্লে-অন লিনাক্স ( playonlinux) -

প্রথমে playonlinux রিপোজিটারি সেট করতে হবে। cat <<EOF> /etc/yum.repos.d/playonlinux.repo কমান্ডটি লিখলে খুলে যাওয়া এডিটারে নীচের লাইনগুলি লিখে সেভ করে ক্লোজ করতে হবে।

gedit /etc/yum.repos.d/playonlinux.repo
[playonlinux]
name=PlayOnLinux Official repository
baseurl=http://rpm.playonlinux.com/fedora/yum/base
enable=1
gpgcheck=0
gpgkey=http://rpm.playonlinux.com/public.gpg
EOF

এর পর -
yum install playonlinux
) আমাজন কিন্ডাল ফর পিসি (Amazon Kindle For PC)
-বুক পড়া এবং অর্গানাইজ করার জন্য আমাজন কিন্ডালের পিসি সংস্করণ।KindleForPC-installer.exe ফাইলটি নেট থেকে ডাউন লোড নিতে হবে।


wine KindleForPC-installer.exe
এতে Kindle ইন্সটলেশন এরর মেসেজ দেখাবে।

home > view > showhidden files > .wine > drive_c > windows > winsxs থেকে manifests ফাইলটি ডিলিট করে দিতে হবে। এতে কিন্ডেল খুলবে তবে ফন্টের একটা সমস্যা দেখা দেবে। usr > share > wine > fonts ফোল্ডারে ঢুকলে দেখা যাবে কোনো ফন্ট নেই । এই ফোল্ডারে ওয়াইনের ফন্টগুলি ইন্সটল করে দিলে সমস্যাটা মিটে যাবে।

cd usr/share/wine/fonts
cp /usr/share/fonts/wine-courier-fonts/*.* .
cp /usr/share/fonts/wine-marlett-fonts/*.* .
cp /usr/share/fonts/wine-ms-sans-serif-fonts/*.* .
cp /usr/share/fonts/wine-small-fonts/*.* .
cp /usr/share/fonts/wine-symbol-fonts/*.* .
cp /usr/share/fonts/wine-system-fonts/*.* .
cp /usr/share/fonts/wine-tahoma-fonts/*.* .

এবারে ডেস্কটপের উপর কিন্ডাল আইকনটি ডাবল ক্লিক করলে আমাজন কিন্ডাল ফর পিসি ঠিক ঠিক ভাবে চলবে।


১৯) নটিলাস এক্সটেনশনস -
নটিলাস হলো জিনোম ফাইল ম্যানেজার।

) নটিলাস একশানস ( Nautilus Actions) -
নটিলাস ইন্টার ফেসে সিলেক্ট করা ফাইলগুলিতে লঞ্চ করা হবে এমন প্রোগ্রামগুলি কনফিগার করার সহজ উপায়।
yum install nautilus-actions
) নটিলাস ইমেজ কনর্ভাটার ( Nautilus Image Converter ) -
সমস্ত ইমেজেগুলির কনটেকষ্ট মেন্যুতে  “Resize Images…” আইটেম যোগ করে। এটা একটা ডায়লগ বক্স খোলে যেখানে ইচ্ছামত ইমেজ সাইজ এবং ফাইল নেম দেওয়া যায়। রিসাইজের এক ক্লিক ImageMagick’s convert tool.ব্যবহার করে  ইমেজের সাইজ পরিবর্তন করে। 
yum install nautilus-image-converter
) নটিলাস ওপেন টার্মিনাল ( Nautilus Open Terminal) -
ডেস্কটপের খালি জায়গায় রাইট ক্লিক করলে “Open Terminal”  অপশান পাওয়া যাবে এবং এটি ক্লিক করে সরাসরি টার্মিনাল খোলা যাবে। 
yum install nautilus-open-terminal

) নটিলাস পেস্ট-বিন ( Nautilus Paste Bin ) - 
পেস্টবিন সার্ভিসে কেবল মাত্র টেক্সট ফাইলগুলি রাইট ক্লিকে আপলোড করে দেওয়া যায়। ইউজাররা তাদের ফেভারিট সার্ভিস যুক্ত করতো পারে নতুন প্রিসেটস (presets) তৈরী করে । 
yum install nautilus-pastebin
এই চারটি এক্সটেনশন এক সঙ্গে ইন্সটল করার কমান্ড হলো -
yum install nautilus-actions nautilus-image-converter nautilus-open-terminal nautilus-pastebin nautilus-extensions

) ক্রিয়েট-লঞ্চার ( Create Launcher ) -
terminal খুলে gedit “Create Launcher” কমান্ড দিলে [ kalyan@localhost ~]$ gedit "Create Launcher" ] খুলে যাওয়া বক্সে নীচের লাইনগুলি লিখে সেভ করে ক্লোজ করলে হোম-ফোল্ডারে "Create Launcher" তৈরী হবে।

#!/bin/bash
gnome-desktop-item-edit --create-new `pwd`

এবারে "Create Launcher" -কে একজিকিউটএবল করতে হবে।
[kalyan@localhost ~]$ chmod +x '/home/kalyan/Create Launcher'

এবারে হোম ফোল্ডার খুলে View > Show Hidden Files ক্লিক করলে .gnome2 ফোল্ডারটি খুঁজে নিতে হবে। এর উপর ডাবল-ক্লিক করলে ফোল্ডারটি খুলে যাবে এবং nautilus-scripts ফোল্ডারটি খুলে তার মধ্যে “Create Launcher” ফাইলটি কপি করে দিতে হবে। কপি করার কাজটি খুবই সোজা । “Create Launcher” -র উপর কারসার রেখে রাইট ক্লিক করে copy ক্লিক করে nautilus-scripts ফোল্ডারে রাইট ক্লিক করে Paste । ক্লোজ করে বাইরে এসে ডেস্কটপে রাইট ক্লিক করলে Srcipts মেন্যুতে Create Launcher পাওয়া যাবে।
) ) ফেডোরা ১৫-র নটিলাস ৩-এ “Move to Trash” -র কি-বোর্ড শর্টকাট হল Ctrl+delete (বাই ডিফল্ট)। কেবলমাত্র delete -কি টিপে “Move to Trash” করার জন্য -
[kalyan@localhost ~]$ gsettings set org.gnome.desktop.interface can-change-accels true
এখন (Nautilus) File Manager খুলে, যে কোন একটা ফাইল সিলেক্ট করে Edit menu-তে ক্লিক করে , মাউসটা “Move to Trash”-র উপর রেখে দুইবার ডিলিট কি টিপলে “Move to Trash”-র শর্টকাট হিসাবে Delete কি কাজ করবে।

২০) ওয়াই-ফাই (WiFi) -
ওয়াই-ফাই এক্টিভেট করার জন্য প্রথমে নেট-ওয়ার্ক ম্যানেজার ইন্সটল করতে হবে , পরে Broadcom Wireless driver ইন্সটল করতে হবে। এর পর কম্পিউটার রিস্টার্ট করলে ওয়াই-ফাই কাজ করবে।
yum install NetworkManager*
yum install kmod-wl

২১) hp প্রিন্টার-স্ক্যানার-ফ্যাক্স (Printer-Scaner-Fax)
yum install cups* libusb* libtool* dbus* sane* xsane
yum install elfutils-devel elfutils-libelf-devel lm_sensors-devel net-snmp-devel openssl-devel popt-devel python-reportlab rpm-devel tcp_wrappers-devel
[kalyan@localhost ~]$ sh '/home/kalyan/Downloads/hplip-3.12.6.run'
hp-setup

২১) বাংলায় লেখা -
) ইনপুট কি-বোর্ড লে-আউট সেট করা
ফেডোরায় ১৬৫ টি ভাষায় লেখার (ইনপুট দেবার ) ডিফল্ট ব্যবস্থা আছে । কোনো কোনো ভাষায় একাধিক কি-বোর্ডের ব্যবস্থা আছে। যেমন বাংলায় লেখার জন্য ফেডোরায় Use Ibus (recomended )- ডিফল্ট পাঁচটি কি-বোর্ড আছে। Bengali, Inscript, Inscript2, Itrans, Probhat । কিন্তু ইতিমধ্যে বাংলায় লেখার জন্য ইউনিজয় এবং অভ্র কি-বোর্ড লে-আউট জনপ্রিয়তা পেয়েছে। এই দুইটি লে-আউট ইন্সটল করার জন্য নীচের কমান্ডগুলি চালাতে হবে।

yum install scim scim-bridge scim-bridge-gtk scim-qtimm scim-m17n scim-m17n m17n-lib m17n-lib-devel m17n-db m17n-db-bengali scim-tables scim-tables-additional scim-devel im-chooser gcc gcc-c++ make

rpm -ivh xvnkb-scim-unikey-0-2.i386.rpm

tar -xvf scim-avro-0.0.2.tar.gz
cd scim-avro-0.0.2
./configure
make
make install
cd /
rm -rf scim-avro-0.0.2

এখন Activities > Applications > Input Method Selector ক্লিক করলে খুলে যাওয়া বক্সে No input Method, Use Ibus (recomended ) , Use SCIM, Use im-cedilla, Use X compose table এই অপশানগুলি পাওয়া যাবে।
Use Ibus (recomended ) -Bengali, Inscript, Inscript2, Itrans, Probhat এর সাথে unijoy (m17n) পাওয়া যাবে।
Use SCIM -bn-inscript, bn-inscript2, bn-itrans,bn-probhat, bn-unijoy এবং রAvro Phonetic কি-বোর্ড লে-আউট পাওয়া যাবে।
Use Ibus (recomended ) -এ পছন্দের কি-বোর্ডটি সেট করার উপায় - আমার পছন্দের কি-বোর্ড ইউনিজয়
Activities > Applications > Input Method Selector > Use Ibus (recomended ) >Preference >Input Method > tik in the box Customised Input Method > Select an input method > Show all input methods > Select an input method > Bengali > unijoy (m17n) > add > close

টপ বারে একটা কি-বোর্ড চিহ্ন দেখা যাবে। ctrl+ space একসঙ্গে টিপলে কি-বোর্ড চিহ্ন পরিবর্তিত হয়ে '' অক্ষর দেখা যাবে। অর্থ্যাৎ বাংলায় ইন পুট দেবার জন্য ইউনিজয় লে-আউট এক্টিভেট হলো। পুনরায় ctrl+ space একসঙ্গে টিপলে কি-বোর্ড চিহ্ন দেখা যাবে , অর্থ্যাৎ এবারে ইনপুট ইংরাজীতে হবে। এভাবে অন্যান্য কি-বোর্ডগুলি এক্টিভেট করা যাবে।
Use SCIM -এ পছন্দের কি-বোর্ডটি সেট করার উপায় - আমার পছন্দের কি-বোর্ড অভ্র ফোনেটিক।
Activities > Applications > Input Method Selector > Use Scim > close । এবারে ডেস্কটপের ডান দিকের একেবারে নীচের কোনায় কারসার নিয়ে আসলে scim-panel-gtk দেখা যাবে। এখানে ক্লিক করলে বিভিন্ন ভাষার এক দীর্ঘ তালিকা পাওয়া যাবে তার থেকে Bengali সিলেক্ট করলে bn-inscript, bn-inscript2, bn-itrans,bn-probhat, bn-unijoy এবং রAvro Phonetic কি-বোর্ড লে-আউট পাওয়া যাবে। পছন্দেরটি ক্লিক করলেই নীচের ডানদিকে ঐ কি -বোর্ডর নাম এবং লোগো দেখা যাবে। ctrl+ space একসঙ্গে টিপলে ঐ লোগো আর দেখা যাবে না অর্থ্যাৎ এবারে ইনপুট ইংরাজীতে হবে।

) বাংলা ইউনিকোড ফন্টস ইন্সটল করা -
ফেডোরাতে বাই ডিফল্ট লোহিত বাংলা ফন্ট দেওয়া আছে। নেট থেকে ইউনিকোড বাংলা ফন্ট ডাউন-লোড করে নিতে হবে। নেট কানেকটেড হয়ে টার্মিন্যাল খুলে নীচের কমান্ডগুলি একে একে চালালে ফন্টগুলি রুটে ডাউনলোড হয়ে যাবে।

[root@localhost /]#wget  http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/SolaimanLipi_20-04-07.ttf 
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Rupali_01-02-2007.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Lohit_14-04-2007.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Sharifa_03-09-2005.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Punarbhaba_27-02-2006.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Sumit_03-09-2005.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Durga_03-09-2005.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Saraswatii_03-09-2005.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Puja-17-06-2006.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Azad_27-02-2006.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Godhuli_03-09-2005.ttf
[root@localhost /]#wget http://files.ekushey.org/Ekushey_OpenType_Bangla_Fonts/Mohua_07-09-05.ttf
[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/akaashnormal.ttf
[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/AponaLohit.ttf
[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/Bangla.ttf
[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/LikhanNormal.ttf
[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/Mukti_1.99_PR.ttf
[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/sagarnormal.ttf
[root@localhost /]#wget http://www.bdwebguide.com/fonts/Siyamrupali_1_01.ttf


http://www.mediafire.com/?znjgmjkxfey থেকে ২০০- মত বাংলা ইউনিকোড ফন্ট পাওয়া যাবে।

http://banglafont.com/ সাইট থেকে অনেকগুলি ফন্ট ডাউনলোড নেওয়া যাবে, তবে এগুলি ZIP ফাইল, এখান থেকে এক্সট্রাক্ট করে নেওয়া যেতে পারে। -

Bangla Newspaper Fonts, Adarshalipi Bangla Font, Akaash Bangla Font, Akaash Normal Bangla Font, Ani Bangla Font, Aparajita Font, Apona Lohit Bangla Font, Azad Bangla Font, Bangla Font, Bensen Bangla Font, Bangla Font, Bensen Bangla Font, Bensen Handwriting Bangla Font, Durga Bangla Font, Godhuli Bangla Font, Hortuki Normal Bangla Font, Likhan Bangla Font, Likhan Normal Bangla Font, Lohit Bangla Font, Mitra Bangla Font, Mohua Bangla Font, Mukti Narrow Bangla Font, Nikosh Bangla Font,NikoshBAN Bangla Font, Nikosh Grameen Bangla Font, NikoshGrameen, NikoshLightBan Bangla Font, Puja Bangla Font, Punarbhaba Bangla Faont, Rupali Bangla Font, Sagar Normal Bangla Font, Saraswati Bangla Font, Sharifa Bangla Font, Siyamrupali Bangla Font, SolaimanLipi Bangla Font, Sulekha Bangla Font, Saumit Bangla Font, Sumit Bangla Font, Sumon Unicode-Madhob Bangla Font, Sumon Unicode-Ranjan Bangla Font, Sumon Unicode-Silpi Bangla Font, Sutom Bangla Font, SuttonNy Bangla Font


mkdir -p usr/share/fonts/truetype
mv -rf *.ttf usr/share/fonts/truetype/
mv -rf *.TTF usr/share/fonts/truetype/
fc-cache -f -v

২২) কয়েকটি সিসটেম ইউটিলিটিস-
) সাইন্যাপটিক প্যাকেজ ম্যানেজার -
yum install synaptic

) মেইন মেন্যু এডিটার – জিনোম ৩-এর কাস্টম এপ্লিকেশনস লঞ্চার
yum install alacarte

) এল্যুরাস (Ailurus )

জিনোম ডেস্কটপ ব্যবহারকারীদের সুবিধার জন্য এক  cross-Linux-distribution GPL software উবন্তু টিউইকের মতো একটা সম্পূর্ণ টিউইক টুল । এটা এক সহজ এপ্লিকেশন ইন্সটলার এবং জিনোম টিউইকার ( application installer and GNOME tweaker)। এটা নতুন  জিনোম ব্যবহারকারীদের অসুবিধাগুলি কমায়, জনপ্রিয় ওপেন-সোর্স সফট-ওয়্যারগুলি ( এমনকি সহজ-সুন্দর কিন্তু রিপোজিটারীতে এখনো অনুমোদিত নয় ) ব্যবহারকারীর মাথা ব্যাথা না ঘটিয়ে সহজে ইন্সটল করে, জিনোম সেটিং পরিবর্তন করে, হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য জানায়, কিছু থার্ড-পার্টি রিপোজিটারি এনেবেল করা, yum cache পরিষ্কার করে,  yum status ব্যাকআপ এবং রিকভার করতে পারে । Ailurus পছন্দ অনুযায়ী ১৭১-টি এপ্লিকেশন সফট-ওয়্যার ইন্সটল করে দেয়। ফেডোরা ১৬ পর্যন্ত এটা ভালভাবে কাজ করেছে , ফেডোরা ১৭-তে কিছু ত্রুটি দেখা যাচ্ছে, আশা করা যায় শীঘ্রই এটা ত্রুটি মূক্ত হবে। 
yum install ailurus

) ফেডোরা ইউটিলিটিস -
curl http://master.dl.sourceforge.net/project/fedorautils/fedorautils.repo -o /etc/yum.repos.d/fedorautils.repo && yum install fedorautils

)
অটোপ্লাস - এরকমই আর একটি এপ্লিকেশন ইন্সটলার এবং জিনোম টিউইকার। তবে এর পরিধি কম, তাহলেও ailurus নেই এমন এপ্লিকেশন এখান থেকে সহজে ইন্সটল করা যায়।
yum -y --nogpgcheck install http://dnmouse.org/autoplus-1.4-5.noarch.rpm
অটোপ্লাস দিয়ে১৫-টি বিষয় সহজে ইন্সটল / আন-ইন্সটল করা যায় বা কম্পিউটারে ইন্সটল/আন-ইন্সটল স্ট্যাটাস দেখা যায় -
(i) flash-plugin (ii) mp3 codecs (iii)Dvd codecs (iv) Most Codecs (v) Sudo with no password (vi) Sudo with password (vii) extra background (viii) Lights scribe for writing disc (ix) Adobe Air Installer (x) Virtual Box 4+ (xi)Hugin Panaroma Creator (xii) Sun Java 6u25 (xiii) Cinelerra for video editting (xiv) Imagination for Slide Show Creator (xv) dropbox for file sharing .

২৩) নেটওয়ার্কিং -

) টিম ভিয়্যুয়ার -
wget http://www.teamviewer.com/download/version_6x/teamviewer_linux.rpm
rpm -ivh teamviewer_linux.rpm

) সাম্বা সেট-আপ - উইন্ডোজের সাথে ফাইল শেয়ারিং ( Setup Samba - Filesharing with Windows )
যদি ল্যান ( LAN ) ব্যবস্থায় উইন্ডোজ অপারেটেড কম্পিউটার যুক্ত থাকে এবং লিনাক্স থেকে ফাইল শেয়ার করতে হলে সাম্বা সেটআপ দিতে হবে। সাম্বা সেট-আপের পাঁচটা ধাপ – () ইন্সটল সাম্বা () শেয়ার ব্যবস্থায় যুক্ত হওয়া (add you 'shares') () ব্যবহারকারী যোগ করা ( add users) () সিক্যুরিটি অপশানগুলি (Firewall and SELinux) সামলানো ( manage security options )
) ইন্সটল সাম্বা ( Install Samba )
 yum install samba samba-common samba-client cifs-utils
নোট : - cifs-utils প্যাকেজটা জরুরী নয় , তবে খুবই ছোট আয়তনের এবং অনেকগুলি প্রয়োজনীয় ইউটিলিটি দেয়।
) শেয়ার ব্যবস্থায় যুক্ত হওয়া ( Add Shares )
টার্মিনাল খুলে রুট থেকে gedit /etc/samba/smb.conf কমান্ড দিতে হবে।
[global] section-Windows Workgroup name সেট করতে হবে।
ফাইলের শেষে শেয়ারগুলি যুক্ত করতে হবে। উদাহরণ:

[c_drive]
   path = /media/c_drive
   public = yes
   writable = no
[netshare]
   path = /data/
   public = yes
   writable = yes
যদি 'writable' করতে হয় তবে লোকেশনটা লিনাক্সে প্রথম  writable করতে হবে। অধিকন্তু পারমিশানও মিলতে হবে। (উদাহরণ: drwxrw-rw-)
যদি হোম ডাটা ( /home/username-র ভীতরে সমস্ত ব্যক্তিগত ফাইল ) প্রবেশযোগ্য ( accessible ) করতে হয় , তাহলে সেট করতে হবে 'browseable = yes' under [homes] (~line 279) । এই কনফিগারেশন ফাইলটি খুবই বর্ণনাত্মক , এটাকে খুঁটিয়ে পড়লে আরো অনেক ধারণা এবং তথ্য পাওয়া যাবে।
) ব্যবহারকারী যোগ করা ( Add Users ) :-
শেয়ারে ঢুকতে (to access shares ) হলে অবশ্যই অনুমোদিত ব্যবহারকারী ( valid user ) হতে হবে। smbpasswd কমান্ড দিয়ে users এবং passwords দিতে হবে।
এই login name -ই হবে উইন্ডোজ থেকে লিনাক্স কম্পিউটারে প্রবেশ করার জন্য ব্যবহৃত login name এবং password । এই password লিনাক্স পাশ-ওয়ার্ডের সাথে এক হবার ( match ) বাধ্যবাধকতা নেই
smbpasswd -a username
New SMB password:
Retype new SMB password:
Added user username.
(নোট ::- 'username' অবশ্যই ফেডোরা মেশিনের valid account হতে হবে। )
) সাম্বা সার্ভিস শুরু করা ( Start Samba Service )
systemctl start smb.service nmb.service
ফেডোরার প্রত্যেক বুটের ( boot ) সময় সাম্বা চালানো নিশ্চিত করতে । :
systemctl enable smb.service nmb.service
প্রত্যেকবারে users/passwords বা  'smb.conf' পরিবর্তন ঘটালে সাম্বা রি-স্টার্ট করতে হবে। 
systemctl restart smb.service

) সাম্বার সিক্যুরিটি সামলানো ( Managing Security for Samba )

i) Firewall
বাই-ডিফল্ট ফায়ার-ওয়াল সাম্বা ব্লক করবে, প্রবেশ অধিকার ( allow access ) দিতে টার্মিনাল থেকে নীচের ইউজার লেভেলে নীচের কমান্ডটি দিতে হবে।
[kalyan@localhost ~]$ system-config-firewall
ফায়ার-ওয়াল মারফত সাম্বাকে কাজের সুযোগ দিতে হলে অবশ্যই সাম্বাকে বিশ্বস্ত সার্ভিস হিসাবে সেট করতে হবে ( set 'Samba' as a 'Trusted Service' )
বিকল্প হিসাবে, যদি ব্যবহারীই একমাত্র shell ব্যবহারকারী হয় এবং কোনো graphical X-server-এ প্রবেশ অধিকার না থাকে , তবে কমান্ড হবে
[root@localhost /]# system-config-firewall-tui
ফায়ার-ওয়ালের ভীতর দিয়ে সাম্বাকে প্রবেশ করাতে হলে Customize -এ যাবার জন্য <Tab> ব্যবহার করতে হবে।Trusted Services: - এ স্ক্রল করে Samba -তে নেমে আসতে হবে , hit <Space> এবং আবার <Tab> টিপে Close -এ যেতে হবে , OK টিপে চূড়ান্ত করতে হবে।

    ii) SELinux
    সাম্বার বিভিন্ন অংশ অবরোধ ( restricting ) তৈরী করতে SELinux-র গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা ( significant control ) আছে। system-config-selinux চালাতে হবে। /etc/samba/smb.conf ফাইলের #20 - #59 লাইনগুলি পড়লে আরো ভাল ব্যাখ্যা পাওয়া যাবে।
অন্যথা, [kalyan@localhost ~]$system-config-selinux
Boolean -এ গিয়ে Filter-'samba' লিখতে হবে (without quotes).
যদি নীচের এরর মেস্যেজ আসে :
bash: system-config-selinux: command not found...
তাহলে প্রথমে চালিয়ে নিতে হবে
yum install policycoreutils-gui
SELinux settings বা smb.conf যে কোন পরিবর্তনের জন্য সাম্বা রিস্টার্ট করতে হবে।


২৪) প্রোগ্রামিং টুলস-

) RKWard - R-এর জন্য এক GUI frontend এবং IDE ( Integrated Development Environment), রাশিবিজ্ঞান সংক্রান্ত গণনায় ব্যবহারের জন্য এক শক্তিশালী scripting language

) Qt toolkit - Qt toolkit ব্যবহার করে এপ্লিকেশন ডেভেলপ করার জন্য ।

) eclipse - ফেডেরা-তে HTML,CSS,Javascript,PHP,Ruby ইত্যাদি Web Programming-র জন্য খুব ভাল Integrated Development Environment (IDE) ।…

) Anjuta DevStudioজিনোম ডেস্কটপের উপর এক বহুমুখী Integrated Development Environment (IDE) এবং এর বিশেষতঃ হলো একগুচ্ছ advanced programming facilities যথা project management, application এবং class wizards, an on-board interactive debugger, powerful source editor, syntax highlighting, intelligent auto-completions, symbol navigation, version controls, integrated GUI designing এবং other tools.
) filezillaবিভিন্ন মেশিনের মধ্যে ফাইল ট্রান্সফারের জন্য অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে ফাইলজিলা হলো লিনাক্সের FTP, FTPS and SFTP client

) Netbeans - Java/JavaFX, C/C++, Ruby, UML ইত্যাদির জন্য এক Integrated Development Environment (IDE) যা প্রারম্ভিক ব্যবহারকারী থেকে অভিজ্ঞ সবার প্রয়োজন মেটাতে সক্ষম।The NetBeans IDE (integrated development environment) is available for Windows, Mac, Linux, and Solaris. The NetBeans project consists of an open-source IDE and an application platform that enable developers to rapidly create web, enterprise, desktop, and mobile applications using the Java platform, as well as JavaFX, PHP, JavaScript and Ajax, Ruby and Ruby on Rails, Groovy and Grails, and C/C++.

1. Install Sun’s Java

I recommend to install Sun’s Java, because I think NetBeans works faster with Sun’s Java. Here is the guide, howto install Sun/Oracle Java JDK 7 on Fedora, CentOS, Red Hat (RHEL). OpenJDK should also work.

2. Download NetBeans 7.1.2

Select best suitable version or select whole package
3. Change to root
su -
## OR ##
sudo -i
4. Make package executable
NetBeans 7.1.2
chmod +x netbeans-7.1.2-ml-linux.sh
4. Run installer (as root)
NetBeans 7.1.2
./netbeans-7.1.2-ml-linux.sh
5. NetBeans IDE Welcome Screen
  1. Accept NetBeans Licenses
  2. 7. Choose a NetBeans Installation Directory and JDK version
If GlassFish Application Server is also selected to Installation then select Directory also for GlassFish
  1. Check NetBeans Installation Summary
  2. Installing NetBeans IDE
  1. NetBeans IDE Installation Complete
  2. Start NetBeans 7.1.2 IDE
    /path/to/netbeans-7.1.2/bin/netbeans
## Example ##
/opt/netbeans-7.1.2/bin/netbeans
Or Start NetBeans with using desktop launcher.


) pgadmin3 - PostgreSQL database administration-র জন্য।

) PHP – ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে মড্যুলগুলি প্রয়োজনীয় হবে ।

) MySQL Server এবং MySQL Workbench – ভিস্যুয়ালি ডাটাবেস ডিজাইনের জন্য ।

) Geany - খুবই ছোট এবং দ্রুত integrated development enviroment (IDE),অন্যান্য প্যাকেজ বা Desktop Environments-র উপর খুব অল্প নির্ভরতা। এর অন্যতম বৈশিষ্ট হলো - Syntax highlighting, Code completion, Code folding, Construct completion/snippets, Auto-closing of XML and HTML tags, Call tips, Support for Many languages like C, Java, PHP, HTML, Python, Perl, Pascal , symbol lists and symbol name auto-completion, Code navigation, Simple project management, Plugin interface

) Bluefish -অভিজ্ঞ ওয়েব-ডিজাইনার এবং প্রোগ্রামারের জন্য ব্লুফিস এক শক্তিশালী এডিটার, অনেক প্রোগ্রামিং এবং মার্কআপ লেঙ্গুয়েজ সাপোর্ট করে, কিন্তু এর মূল অভিমুখটা হলো editing dynamic এবং interactive websites

) Cssed ছোট্ট একটা editor এবং validator, যা CSS editing-কে সহজ করেছে। এর বৈশিষ্ট হলো syntax highlighting, syntax validation, MDI notebook based interface, quick CSS properties and values insertion, auto-completion and dialog-based insertion of CSS complex values । এটা বহুমুখী এডিটরের কাজ করতে পারে কারণ HTML (with embbeded Javascript), XML, Javascript, Java, PHP, JSP, C, C++, Apache configuration files, .htaccess, Python, Perl, SQL, SH and other languages -র সাপোর্ট রয়েছে।


yum install qt-creator qt-devel qt-config eclipse anjuta filezilla rkward netbeans pgadmin3 php-gd php-mbstring php-pgsql php-xml mysql mysql-server mysql-workbench geany bluefish cssed

 

২৫ ) ল্যাটেক্স (LaTeX)
এক উচ্চ-মানের টাইপ-সেটিং সিসটেম, কারিগরি এবং বৈজ্ঞানিক ডক্যুমেন্ট তৈরী জন্য এটা ব্যবহৃত হয়।

yum install kile texlive-xetex texlive-latex texlive

২৬) উবন্তু ফন্টস -ফেডোরাকে একটা সুন্দর চেহারা ( look ) দেবার জন্য জিনোম টিউইক টুলে ডিফল্ট ফন্ট এবং ডকুমেন্ট ফন্ট হিসাবে উবন্তু ফন্ট বাছা যেতে পারে ।
wget http://font.ubuntu.com/download/ubuntu-font-family-0.80.zip
cp ubuntu-font-family-0.80.zip '/home/kalyan/Desktop'
chmod 777 '/home/kalyan/Desktop/ubuntu-font-family-0.80.zip'
ubuntu-font-family-0.80.zip ফাইলের উপর রাইট ক্লিক করে "Extract here” ক্লিক করে ডেস্কটপে এক্সট্রাক্ট করে নিতে হবে।
cp -rf '/home/kalyan/Desktop/ubuntu-font-family-0.80' /usr/share/fonts
fc-cache -f -v

২৭) ব্যক্তিগত সেটিং (File Management Preferences)

নটিলাস উইন্ডো থেকে ( হোম ফোল্ডার ডাবল ক্লিক করলে খুলে যাবে ) যেতে হবে Edit > Preferences. আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী যে পরিবর্তনগুলি করেছি - :
  • Default View > View new folders using: List View
  • Icon View Defaults > Default zoom level: 66%
  • List View Defaults > Default zoom level: 33%

Favorites

ফেভারিটসে রাখতে চেয়েছি প্রায়শঃ যে এপ্লিকেমনগুলি ব্যবহার করি , এর জন্য ডিফল্ট ফেভারিট লিষ্ট থেকে কিছু এপ্লিকেশন বাদ দিয়েছি এবং এপ্লিকেশনস তালিকা থেকে কিছু এপ্লিকেশন যোগ করেছি।
ডেস্কটপের টপবারের একবারে বাম কোনায় Activities ক্লিক করলে ডেস্কটপের বাম দিকের উলম্ব বক্সটাই ফেবারিট লিষ্ট।
ফেভারিট লিষ্ট থেকে বাদ দেওয়া -
ফেভারিট লিষ্ট থেকে যে এপ্লিকেশনটি বাদ দিতে হবে তার উপর কারসার রেখে রাইট ক্লিক করে Remove from Fevourites ক্লিক করতে হবে।
ফেভারিট লিষ্ট -এ যোগ করা -
Activities > Applications ক্লিক করলে বর্ণক্রম অনুযায়ী এপ্লিকেশনস তালিকা খুলে যাবে। যে এপ্লিকেশনটি ফেভারিট লিষ্ট -এ যোগ করতে হবে তার উপর কারসার রেখে Add to Favourites ক্লিক করলে তা ফেভারিট লিষ্টে ঢুকে যাবে। আমার পছন্দের এপ্লিকেশনগুলি -

  • Firefox
  • Terminal
  • Files
  • Picasa
  • Record My Desktop
  • Take Screenshot
  • Minitube
  • Libreoffice-Writer

Terminal

Edit > Profile Preferences > Colors > Foreground and Background
  • Use colors from system theme: Unchecked
  • Built-in schemes: Green on black

Text Editor

Edit > Preferences
  • View
    • Display line numbers: Checked
    • Display right margin at column: 80
    • Highlight current line: Checked
    • Highlight matching brackets: Checked
  • Editor
    • Tab Stops
      • Tab width: 4
      • Insert spaces instead of tabs: Checked
      • Enable automatic indentation: Checked
    • File Saving
      • Create a backup of files before saving: Unchecked
      • Autosave files every: 5 minutes
    • Font & Colors > Color Scheme: Oblivion

Fonts Setting

Default font : Cantarell 11
Document font : Sans 11
Monpspace font : Monospace 11
Window title font : Cantarell Bold 11
Hinting : Medium
Antialiasing : Grayscale

Tweak Tool থেকে আমি যে ফন্টগুলি কাস্টমাইজড করেছি - :
  • Document font: Sans 10
  • Monospace font: Monospace 10
  • Window title font: Cantarell 10


উবন্তুর ক্ষেত্রে ডিফল্ট ফন্ট সেটিংস -

Test Scalling Factor : 1.0
Default font : Ubuntu 11
Document font : Sans 11
Monpspace font : Ubuntu-Mono 13
Window title font : Ubuntu-Bold 11
Hinting : Slight
Antialiasing : Rgba


2 comments:

  1. Sir, Ami FC17(Royal Bengal) install korechi, kin2 Genome3 desktop e kaj kora jachena. R ei msg ta diche j "Unfortunately GENOME3 failed to start properly and started in falled back mode". Apnar suggecstion darkar.

    ReplyDelete