ইউনিটি ডেস্কটপ পরিচয়
(I)
(I)
১) আমাদের কাস্টমাইজড ডিভিডি-টি ইন্সটল করার পর রিস্টার্ট করলে নীচের স্ক্রিনটা আসবে।এটা ইউনিটি ডেস্কটপ। ইউনিটির পরিকল্পনা করা হয়েছে সহজ-সরল ব্যবহারের লক্ষ্যে, সমস্তটাই গ্রফিক্যাল এটা অনেক বেশী কাজের জায়গা দেয়।
(২) এটা ডিফল্ট স্ক্রিন, এর দুটি বৈশিষ্ঠ্য সহজে চোখে পড়ে, ডেস্কটপের একেবার উপরে কালো একটা বার বা টপ-বার, এর একেবারে বামে Desktop, ডান দিকে আটটি বিভিন্ন চিহ্ন (আইকন)।
ডেস্কটপের বাম দিকে উপর থেকে নীচ পর্যন্ত একটি ডক, এটা লঞ্চার যার উপরে রয়েছে বারটি বিভিন্ন চিহ্ন।
(৩) টপ বারের আটটি চিহ্ন এক একটি মেন্যু, এদের উপর একে একে কারসার রাখলে ড্রপ ডাউন বক্স খুলে যাবে এবং মেন্যুগুলির বিভিন্ন প্রয়োগের উপায় (অপশান) দেখা যাবে, এখান থেকে কম্পিউটার এবং বিভিন্ন এপ্লিকেশনগুলি প্রয়োগ ও পরিবর্তন করা যায়।
- Messaging menu – ইমেল, সোশ্যাল নেট ওয়ার্কিং এবং ইন্টার নেট চ্যাট সহ মেসেজিং এপ্লিকেশনগুলি সহজে লঞ্চ করে এবং নেট থেকে কম্পিউটারের দিকে আসা নোটিফিকেশনগুলি গ্রহণ করে।
- Battery menu - ল্যাপটপের ব্যাটারির চার্জের পরিমাণ দেখায়। ব্যাটারি না থাকলে এটা অদৃশ্য থাকবে।
- Bluetooth menu – ব্লুটুথ দিয়ে ফাইল পাঠায়-নেয়, ব্লুটুথ সাপোর্টেড ডিভাইস খুঁজে না পেলে এই মেন্যু দেখা যাবে না ।
- Network menu - wired, wireless, mobile এবং ভিপিএন নেট ওয়ার্ক কানেক্ট করে।
- Sound menu – ভলিউম সেট করে, সাউন্ড সেটিং কনফিগার করে এবং Banshee-র মতো মিডিয়া প্লেয়ার কন্ট্রোল করে।
- Clock – চলতি সময়, তারিখ নিয়ন্ত্রণ করে।
- User menu – পাশ ওয়ার্ড, ভাষা সেটিং বা লগ-ইন ছবি পরিবর্তন করে, লগ-আউট না হয়ে দ্রুত ইউজার একাউন্টের পরিবর্তন করে।
- System menu – সিসটেসম সেটিং পরিবর্তন করে, স্ক্রিন লক, লগ আউট, সাসপেন্ড, কম্পিউটার রিস্টার্ট বা শাট ডাউন করে।
(৪) লঞ্চার - ইউনিটি ডেস্কটপের অন্যতম অঙ্গ লঞ্চার, সাধারণতঃ প্রায়শঃ ব্যবহার করা হয় এমন এপ্লিকেশনগুলির আইকন লঞ্চারে রাখা হয়। ডেস্কটপে লগ করার সাথে সাথে লঞ্চারটি ডেস্কটপের বামদিকে উদয় হবে । লঞ্চারের উপরে আইকন রয়েছে এমন এপ্লিকেশন চালু (লঞ্চ) করতে হলে আইকনে ক্লিক করতে হবে, এতে এটা চালু হয়ে যাবে এবং কাজের জন্য উপযোগী হয়ে যাবে। কোনো এপ্লিকেশন চালু হলে লঞ্চার দৃষ্টির বাইরে চলে যায়,এতে কাজ করার জন্য বেশী জায়গা পাওয়া যায়।
লুকিয়ে পড়া লঞ্চার আবার ডেস্কটপে আনার জন্য একাধিক পদ্ধতি রয়েছে।
ক) ডেস্কটপের একেবারে বাম দিকের ধার বরাবর কারসারটি নিয়ে গেলে লঞ্চার আবার দৃষ্টি গোচর হবে।
খ) মেটা-কি পরপর দুইবার চাপলে লঞ্চার আবার দৃষ্টি গোচর হবে তবে এর উপর কারসারটি দ্রুত না রাখলে আবার দৃষ্টির বাইরে চলে যাবে।
গ) মেটা-কি (উইন্ডো চিহ্ন বিশিষ্ট কি) চেপে ধরে রাখলে লঞ্চার দৃষ্টি গোচর হবে , তবে আইকনগুলির উপর যথাক্রেমে উপর থেকে ১, ২, ৩, ৪... সংখ্যা দেখা যাব এবং সংখ্যা টিপলে সংশ্লিষ্ট এপ্লিকেশনটি চালু হয়ে যাবে।
বিভিন্ন এপ্লিকশনস , ইউনিটি ওয়ার্ক স্পেস এবং লেন্স , ট্রাশ ( রিসাইকেল বিন ) দ্রুত শুরু করার ব্যবস্থা করে লঞ্চার।
লঞ্চারের চিহ্নগুলির (আইকনগুলির) উপর থেকে নীচ পর্যন্ত কারসার রাখলে একে একে পাওয়া যাবে - (i) Dash home (ii) Home Folder (iii) Install Release (iv) Firefox Web Browser (v) Ubuntu Software Centre (vi) Libre Office Writer (vii) Libre Office Calc (viii)Libre Office Impress (ixi) Ubuntu One (x) System Settings (xi) Update Manager (xii) Workspce Switcher (xiii)Trash। এবারে এক একটি করে আইকনগুলি ক্লিক করে দেখতে হবে।
(৫) ড্যাশ হোম (Dash home) - যে কোনো এপ্লিকেশন, ফাইল-ফোল্ডার, মিউজিক-ভিডিও ক্লিপ ইত্যাদি খুঁজে বের করতে এবং চালাতে ড্যাশ হোম থেকে শুরু করতে হয়। ড্যাশ হোম আইকনে ক্লিক করলে নীচের স্ক্রিনটা ডেস্কটপে আসবে - এটা ডিফল্ট অবস্থা।
এখন লঞ্চারের ড্যাশ হোম আইকনটি আলোকিত, অন্যগুলি আবছা। ড্যাশ স্ক্রিনের তিনটি অংশ - সার্চ প্যানেল (Search Panel), শর্টকাট(Shortcuts) এবং লেন্স (Lens) প্যানেল ( নীচের ছবি)।
ডিফল্ট অবস্থায় লেন্স প্যানেলের আলোকিত আইকনটি হোম লেন্স।
ক) সার্চ প্যানেল - যে কোন ফাইল-ফোল্ডার বা এপ্লিকেশন খুঁজতে ( Search) হলে Search প্যানেলে ঐ ফাইল-ফোল্ডার বা এপ্লিকেশনের নামের প্রথম কয়েকটি অক্ষর টাইপ করলেই ঐ অক্ষর সংশ্লিষ্ট ফাইল-ফোল্ডার বা এপ্লিকেশনগুলির একটি তালিকা স্ক্রিনে চলে আসবে । যেমন Search প্যানেলে d লেখা মাত্র নীচের স্ক্রিনটা আসবে।
এই স্ক্রিনটির দুটি অংশ -
(i)এপ্লিকেশনস (ii) ফাইলস এন্ড ফোল্ডারস। See more results ক্লিক করলে আরো এপ্লিকেশন বা ফাইল-ফোল্ডার পাওয়া যাবে। এখন পছন্দের এপ্লিকেশনের আইকন ক্লিক করলে এপ্লিকেশনটি কাজশুরু করে দেবে বা পছন্দের ফোল্ডারে ক্লিক করলে ফোল্ডারটি খুলে যাবে এবং এর ভীতরের ফাইল বা ফোল্ডারগুলি দেখা যাবে। ফাইলে ক্লিক করলে যে এপ্লিকেশন দিয়ে ফাইলটি বানানো হয়েছে বা যে এপ্লিকেশনে ফাইলটি শেষবারে বন্ধ করা হয়েছে তাতে খুলে যাবে।
খ) শর্টকাটস-
শর্টকাটস অংশে আটটি শর্টকাট দেওয়া আছে। (i)Media Apps (ii) Internet Apps (iii)More Apps (iv)Find Files (v) Browse the Web (vi) View Photos (vii) Check Email (viii)Listen to Music। যে কোনো একটি শর্টকাট , ধরা যাক Media Apps ক্লিক করলে নীচের স্ক্রিনটা আসবে
এর চারটি অংশ। লক্ষ্য করলে দেখা যাবে , এখন লেন্স প্যানেলে আলোকিত চিহ্নটি আর হোম নেই,এখন এপ্লিকেশন লেন্সটি আলোকিত, বাকীগুলি আবছা।
- প্রায়শঃ ব্যবহৃত মিডিয়া এপ্লিকেশনসগুলির চারটি এবং এক্ষেত্রে আরো চারটি এপ্লিকেশনস দেখার সুযোগ সহ (Most Frequently Used See 4 more results) , See 4 more results -এর মাথায় ক্লিক করলে আলোকিত ত্রিভূজটির মাথা নীচের দিকে নেমে যাবে এবং বাকী এপ্লিকেশনগুলি দেখাবে, পছন্দের এপ্লিকেশনটির আইকনে ক্লিক করলে এটা কাজ করতে শুরু করবে।
ii) কম্পিউটারে ইন্সটল করা মিডিয়া এপ্লিকেশনগুলির চারটি এবং আরো ১৮টির বিষয়ে জানাচ্ছে, এখানেও See 18 more results -এ মাথ ক্লিক করলে আলোকিত ত্রিভূজটির মাথা নীচের দিকে নেমে যাবে এবং বাকী এপ্লিকেশনগুলি দেখাবে, পছন্দের এপ্লিকেশনটির আইকনে ক্লিক করলে এটা কাজ করতে শুরু করবে
ii) নেট ব্যবস্থা থাকলে Apps Available for Download থেকে পছন্দের এপ্লিকেশন ডাউনলোড করে নেওয়া যাবে।
(ii) ফিল্টার রেজাল্টস অংশে পাওয়া তালিক থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এটা বিভিন্ন ধরণের এপ্লিকেশনের একটা সাধারণ বর্গীকরণ। যেহেতু Media Apps ক্লিক করা হয়েছে তাই ফিল্টারের Media বোতামটা আলোকিত, অন্যগুলি আবছা। অন্য যে কোন বোতাম ক্লিক করলে আমরা আবার চারটি বৈশিষ্ট্য - Most Frequently Used, Installed, Apps Available for Download এবং Filter results পাবো।
গ) লেন্স -
ইতিমধ্যে আমাদের এই উপলব্ধি হয়েছে যে ড্যাশ, ব্যবহারকারীকে স্থানীয়ভাবে ( ইনসটল করা এপ্লিকেশনগুলি, সাম্প্রতিক ফাইল, বুকমার্ক ইত্যাদি (installed applications, recent files, bookmarks, etc)) এবং দূরবর্তী ( Twitter, Google Docs, etc) স্থান থেকে দ্রুত তথ্য অনুসন্ধানের সুযোগ করে দেয়।
ড্যাশ এই কাজটা করে এক বা একাধিক লেন্সের সাহায্যে , এরা পৃথক পৃথকভাবে ড্যাশের জন্য অনুসন্ধান ফলাফল এনে দেবার দায়িত্বে থাকে। ব্যবহারকারী Dash home screen (called global search) থেকের এই লেন্স খুজে নিতে পারে বা ড্যাশের নিজস্ব লেন্স পেজ থেকে লেন্স বারের নির্দিষ্ট লেন্স আইকন ক্লিক করে।
কোন লেন্সই নিজে থেকে খুব বেশী ভাল কাজের নয়। এটা লেন্স বারে একটা আইকন এবং ড্যাশে একটা পেজ নিশ্চিত করে , কিন্তু যখন ব্যবহারকারীএটা ঘাটবে কিছুই পাবে না । এর কারণ হলো লেন্স নিজে কোন সার্চ করে না , পরিবর্তে লেন্সে এক বা একাধিক স্কোপ থাকে যেগুলি হলো আসল ইঞ্জিন যা এর জন্য অনুসন্ধান চালায়।
হোম লেন্স ,এপ্লিকেশন লেন্স, ফাইল ও ফোল্ডার লেন্স এবং মিউজিক লেন্স বাই-ডিফল্ট থাকে। ইতিমধ্যে হোম লেন্স এবং এপ্লিকেশন লেন্সের পরিচয় পেয়েছি। অন্যান্য লেন্সগুলি -
(i) গুগুল বুকস লেন্স –
যারা অনলাইনে অনেক বই কেনেন বা পড়েন তাদের জন্য এটা ভীষণ কাজের। লেখক, বিষয় বা কোনো একটা বৈশিষ্ঠ্য ধরে এটা দিয়ে খোঁজা যায়। এই লেন্সের আরো একটি বৈশিষ্ট্য আছে - ডকুমেন্টেশন, এটা উইকিপিডিয়া থেকে প্রয়োজনীয় তথ্য এনে দেয়। এই লেন্স কম্পিউটারের ~/Documents এবং Calibre database এবং Google Books ও অন্যান্য অনলাইন লাইব্রেরী থেকে খোঁজ আনে।
(ii) গুগুল ডকস লেন্স -
ব্যবহারকারীর সমস্ত গুগুল ডকস ফাইলগুলি খুঁজে বের করতে, একটা ব্রাউজারে খুলতে এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ( criteria ) যেমন টাইপ,মালিকানা ( type or ownership ) ডকুমেন্টসগুলি সাজাতে গুগুল ডকস লেন্স ব্যবহার করা হয়।
এই লেন্সটি প্রথবার ব্যবহারের সময় কনফিগার করতে হবে। এর জন্য টার্মিনাল খুলে যে কমান্ডটি চালাতে হবে -
gksu
gedit
/usr/bin/unity-lens-gdocs.py
এবারে
খুলে
যাওয়া
ফাইলের
১২৪
এবং
১২৫
নং
লাইনে
GDOC_USERNAME
পরিবর্তন
করে
Google
username
এবং
GDOC_PASSWORD
পরিবর্কন
করে
Google
password
দিতে
হবে
এবং
সেভ
করে
,
বন্ধ
করে
,
রিস্টার্ট
করতে
হবে
।
(iii) গ্রাফিক ডিজাইন লেন্স -
যথার্থই অনুপ্রেরণার পেইন্টবক্স যা বানানোই হয়েছে ডিজাইনারদের সৃষ্টিশীলতায় সহায়তা করার জন্য। এটা ব্যবহার করা একবারে সহজ, সার্চ ফিল্ডে কয়েকটা কি-ওয়ার্ড দিলেই লেন্স ড্রিবেল (Dribble ) থেকে ডিজাইন এবং প্রোজেক্ট খুঁজে আনবে, কালার-লাভারস (ColourLovers ) থেকে নমূনা ( swatche) , আইকন ফাইন্ডার সার্ভিস থেকে আইকন এবং ডিভিয়ানআর্ট ( DeviantArt )থেকে গিম্প ব্রাশ খুঁজে আনবে।
(iv) ইউনিটি মিউজিক লেন্স – কম্পিউটারে বাজানো মিউজিকগুলি থেকে মিউজিক সার্চ করে এবং দেখায়।
(v) ইউ টিউব লেন্স – জনপ্রিয় ইউ-টিউব সাইট থেকে দ্রুত ডিভিডি খুঁজে-বেছে দেখা যাবে। সার্চ করার বিষয়টা আরো নির্দিষ্ট করা যায় ইউটিউবের বিভিন্ন ক্যাটেগরীগুলি ব্যবহার করে, যেমন Autos & Vehicles, Comedy, Education, Entertainment, Film & Animation, Gaming, Howto & Style, Music, News & Politics, Nonprofits & Activism, People & Blogs, Pets & Animals, Science & Technology, Sports, and Travel & Events।
আবার Order filter section থেকে Relevance, Published, Viewcount, and Rating ভিত্তিতে ভিডিও অর্ডার করা যাবে। VLC (VideoLan Client) দিয়ে YouTube videos দেখতে পারার কথা, কিন্তু কোন অজানা কারনে VLC এটা করতে পাছে না । VLC-র পরিবর্তে মিনিটিউব এই কাজটা করবে।
তাই ড্যাশ থেকে Scoope-Youtube Configarator চালালে Scoope-Youtube Preference স্ক্রিন পাওয়া যাবে, এটা প্লেয়ার নির্বাচনের সুযোগ দেয় এবং আমরা Minitube-এ ক্লিক করবো।
এবারে ড্যাশ থেকে সরাসরি ইউ টিউব ভিডিও চালানো যাবে।
(vi) উবুন্তু সিটিজ স্কোপ ( Ubuntu Cities Scope ) - এর কোনো আইকন দেখা যাবে না।
বিশ্বের যে কোন শহরের ভৌগোলিক অবস্থান ( ম্যাপ ), সময়, তাপমাত্রা ( Celsius বা Fahrenheit ) এবং বাতাসের গতি ( kilometers/hour বা miles/hour ) ড্যাশ থেকে দেখা যায়। ভৌগোলিক অবস্থান দেখাবার জন্য গুগুল ম্যাপ ব্যবহার করে , একইভাবে অন-লাইন ব্যবস্থার মাধ্যমে সময় এবং আবহাওয়ার অবস্থা দেখায়। এর জন্য ইউনিটি ড্যাশে কেবল মাত্র শহরের নামটা টাইপ করতে হবে বা নাম লিখে কমা দিয়ে দেশের নাম লিখলে আরো নির্দিষ্ট ভাবে খুজে দেয়। ভৌগোলিক অবস্থান দেখায় একটা ম্যাপের মতো থাম্বনেইলে, এটা ক্লিক করলে গুগুল ম্যাপ খুলে যাবে।
(vii) ক্যালকুলেটর লেন্স- এরও কোনো আইকন দেখা যাবে না।
সরাসরি উবুন্তু ড্যাশ থেকে সহজ-সরল গাণিতিক কাজগুলি করা যাবে। ‘+’, ‘-’ , ‘/’ , ‘*’ , ‘%’ , ‘pi’ , ‘sin’ ,’cos’ , ‘tan’ ইত্যাদি অপারেটরগুলি সহজে ব্যবহার করা যাবে।
(৬) লঞ্চারে পছন্দের এপ্লিকেশন লাগানো -
দুরকম ভাবে এটা করা যায়।
(ক) ড্যাশ হোম খুলে পছন্দের এপ্লিকেশনটি বের করে ড্রাগ করে লঞ্চারে ফেললে এপ্লিকেশন আইকনটি লঞ্চারে সেঁটে যাবে।
(খ) পছন্দের এপ্লিকেশনটি চালু থাকা অবস্থায় লঞ্চারে এপ্লিকেশন কুইক লিষ্ট থেকে এর আইকনটির উপর রাইট ক্লিক থেকে “Keep in launcher” সিলেক্ট করা।
লঞ্চার থেকে এপ্লিকেশন আইকন সরিয়ে দেওয়া - এপ্লিকেশন আইকনটির উপর রাইট ক্লিক করে “Keep in launcher” ক্লিক করা, এর ফলে Keep in launcher -এর সামনে থেকে টিক মার্কটা উঠে যাবে।
লঞ্চারে আইকন ক্রম (order) পরিবর্তন করা - লঞ্চার থেকে আইকনটি টেনে বের করে নতুন জায়গায় বসিয়ে দেওয়া।
No comments:
Post a Comment