উইন্ডোজ ৭ এবং ফেডোরা -১৪ ডুয়েল বুটিং
Windows 7 -এ একটা ছোট্ট প্রাইমারী ডিস্ক পার্টিশান থাকে, যেটা active বলে চিহ্নিত এবং গোপন তবে Windows 7-এ এটা দেখা যায়। এই সক্রিয় পার্টিশানটা হলো প্রথম পার্টিশান যা বুটিং-র সময়ে ব্যবহৃত হয় এবং এখানে বুট ফাইলগুলি থাকে যা অপারেটিং সিসটেম চালু করে, যদিও অপারেটিং সিসটেমগুলি বিভিন্ন পার্টিশানে থাকে।
১) কম্পিউটারে আপনার তৈরী বিভিন্ন ডাটা ফাইলগুলির ব্যাক-আপ করে রাখুন।
২) Windows 7-র ডিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করে উইন্ডোর NTFS ডিস্কের শেষ প্রান্তে লিনাক্স ফেডোরার জন্য জায়গা করুন। Windows 7-র ডিস্ক ম্যানেজমেন্ট থেকে হার্ড ডিস্ক সঙ্কুচিত করে লিনাক্সর জন্য জায়গা করতে হবে।অন্যভাবে করা হলে Windows 7 ঘেটে যেতে পারে।
হার্ড ডিস্ক সাইজ ১৬০ জিবি হলে - সম্ভাব্য ভাগাভাগি এমন হতে পারে -
সঙ্কোচনের আগে -
System Reserved (100 MB, Primary, Hidden, NTFS)
Windows 7 (150 GB, Primary, NTFS).
সঙ্কোচনের পরে -
System Reserved (100 MB, Primary, Hidden, NTFS)
Win7 (100 GB, Primary, NTFS)
Linux (48 GB, Unallocated).
৩) কি-বোর্ড মাউস ছাড়া সমস্ত কিছু বিচ্ছিন্ন করুন
৪) সমস্ত প্রোগ্রাম/ সফ্টওয়ার গুলি বন্ধ করে , কম্পিউটার রিস্টার্ট করতে হবে।
৫) ডিস্ক পার্টিশান নানা ভাবে করা যায় – Standard Partition, Raid, LVM, তবে আমি Standard Partition পছন্দ করি।
৬) কম্পিউটারের ডিভিডি রোমে Fedora 14 ডিভিডি-টি রেখে রিস্টার্ট করুন।
পরপর Welcome to Fedora 14, Disk Found, Fedora, Language, key board, basic storage, hostname, timezone, Root Password পার হয়ে create custom layout -এ আসুন।
৭) হার্ড ডিস্কের Free space যেখানে Fedora -কে রাখবেন তা হাইলাইট করুন।
Create Storage > Standard Partition > click Create
Add Partition উইন্ডো খুলে যাবে, Mount Poin-এ / সিলেক্ট করুন, File System Type -এ ext4 সিলেক্ট করুন Size (MB)তে ১০ জিবি দিন। OK চাপুন।
৮) আবশিষ্ট Free space -কে হাইলাইট করুন।
Create Storage > Standard Partition > click Create
Add Partition উইন্ডো খুলে যাবে,Mount Poin- ফাঁকা রাখুন, File System Type-এ swap সিলেক্ট করুন,Size (MB)তে ২ জিবি দিন। OK চাপুন।
৯) আবশিষ্ট Free space -কে হাইলাইট করুন।Create Storage > Standard Partition > click Create
Add Partition উইন্ডো খুলে যাবে, Mount Poin-এ /home সিলেক্ট করুন, File System Type -এ ext4 সিলেক্ট করুন Size (MB)তে অবশিষ্ট 35 জিবি দিন। OK চাপুন।
১০) যখন কাজ শেষ হবে, Next চাপুন, Write changes to disk চাপুন, নতুন partitions-গুলি লেখা শুরু হয়ে যাবে। এবং ডিস্কের প্রয়োজনীয় format হয়ে যাবে।
১১) এই স্ক্রিনটি খুবই গুরুত্ব পূর্ণ, GRUB ( যেটা ডুয়েলবুট নিয়ন্ত্রণ করে তার আবস্থান ঠিক করে। যদি আপনি চান কম্পিউটারিট খোলার সময়ে ফেডোরা আগে আসবে, তাহলে যেমন আছে রেখে দিন, boot loader-কে /dev/sda বা /dev/hda-তে ইন্সটল হতে দিন। বুট লোডারে পাশ ওয়ার্ড দেওয়া যায় , এই স্তরে অযথা জটিলতায় কাজ কি?
আপনি চান কম্পিউটারিট খোলার সময়ে উইন্ডো আগে আসুক, Other-কে হাইলাইট করুন, Edit বোতাম ক্লিক করুন, Label-এ Windows 7 লিখুন, Default Boot Targetটি unchecked করুন, OK চাপুন। Next চাপুন, ইন্সটলেশনের বাকি কাজ শুরু হয়ে যাবে।
১২) ইন্সটলেশন শেষ হয়ে গেলে কম্পিউটারিট আবার রিস্টার্ট করুন, Windows 7 বা Fedora বাছার জন্য ৩ সেকেন্ড সময় পাওয়া যাবে, ৩ সেকেন্ডের মধ্যে যে কোন কি চাপলে Windows 7 বা Fedora বেছে নেবার স্ক্রিন আসবে। তার পরে অনেক মজা....।
এর আগের ব্লগে লেখা হয়েছে (১) ফেডোরা -১৪ ইন্সটলেশন (২) ফেডোরা -১৪ ইন্সটলেশন পরবর্ত্তী ধাপগুলি
আগামী ব্লগে লেখা হবে- (১) যেখানে ইন্টারনেটের সুযোগ নেই সেখানে লোকাল রিপোজিটারি থেকে আপগ্রেড করা এবং
এপ্লিকেশন সফটওয়ার ইন্সটল করা (২) বাংলা লেখার বিভিন্ন কি-বোর্ড ইন্সটল করা এবং টাইপ করার পদ্ধতি (৩) ১০০ টি
জনপ্রিয় সফটওয়ারের পরিচয় এবং ইন্সটলেশন পদ্ধতি (৪) লিনাক্সের কিছু মজাদার এপ্লিকেশন ....
ফ্রি সফটওয়ার মঞ্চ - হাওড়া জেলা আয়েজিত "Workshop & Tutorial on Free Software & Applications at
Primary User Level - 15th & 16th Jan 2011 at LalBaba College, Belur' -র জন্য এই হ্যান্ড আউটি তৈরী
করেছিলাম।
No comments:
Post a Comment