Wednesday, 27 March 2013

bn-unijoy & Fedora 18


Step - 1
# yum install dconf-editor

Step - 2
Activities > Applications > dconf-editor
org > gnome > desktop > input sources > show-all-sources -এ টিক চিহ্ন দিতে হবে।

Step - 3
) bn-unijoy.mim ফাইলটি ডাউন-লোড নিতে হবে। এবারে এই ফাইলটি /usr/share/m17n/ -এ কপি করে দিতে হবে।
) /usr/share/m17n/mdb.dir ফাইলটি এডিট করে input-method line এর উপরে (input-method bn unijoy "bn-unijoy.mim") যোগ করে দিতে হবে। অনেকগুলি input-method line থাকতে পারে, তবে এর মধ্যে যে কোন জায়গায় এটা লিখে নিলে হবে।
) কম্পিউটারটি রিস্টার্ট করে Region & Language থেকে ইউনিজয় এক্টিভেট করতে হবে। আর পাশের শর্টকাট থেকে Ctrl+Space বা যেকোন শর্টকাট সেট করে দিতে হবে।